২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কুষ্টিয়ায় করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী

-

কুষ্টিয়ায় করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে ৩০টি আইটেমের ১৪ দিনের খাদ্যসামগ্রী। প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা সামগ্রীর অংশ হিসেবে এসব খাদ্যসামগ্রী তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা।
সরেজমিন দেখা যায়, প্রশাসনের দু’জন কর্মচারী প্রধানমন্ত্রীর সহায়তার ঝুড়িটি একটি বাড়ির প্রধান ফটকের সামনে রাখলেন। সেখানে দাঁড়িয়ে জেলা প্রশাসনের এক কর্মকর্তা মোবাইলে কল দিয়ে বাড়ির এক ব্যক্তির সাথে যোগাযোগ করে ফটকের সামনে আসতে বলেন। এ সময় জেলা প্রশাসক ওই ব্যক্তির কাছে ঝুড়িটি বুঝিয়ে দিয়ে বলেন, এর ভেতর ১৪ দিনের খাদ্যসামগ্রী রয়েছে। এই বাড়ির যিনি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তার জন্য এগুলো পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা সামগ্রী এটা। শুক্রবার ছুটির দিন বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন এভাবে কুষ্টিয়া শহরের কয়েকটি এলাকায় করোনা পজিটিভ রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় শুক্রবার পর্যন্ত জেলায় ১০৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
এনডিসি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে জেলার প্রত্যেক আক্রান্ত রোগীর বাড়িতে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা পৌঁছে দেয়া হবে। প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার প্রতি ঝুড়িতে রয়েছে ৩০টি আইটেম। এর মধ্যে রয়েছে মিনিকেট চাল ২৫ কেজি, ডিম ৩০টি, দুধ দুই লিটার, মাল্টা দুই কেজি, আপেল দুই কেজি, লিচু ৮০টি, ছোলা এক কেজি, লেবু ২০টি, গাজর ৫০০ গ্রাম, আমলকী ৫০০ গ্রাম, কাজুবাদাম ২০০ গ্রাম, আলু পাঁচ কেজি, সয়াবিন তেল দুই লিটার, লবণ দুই কেজি, চিনি দুই কেজি, সুজি এক কেজি, মসুর ডাল দুই কেজি, সাবান দু’টি, হ্যান্ড স্যানিটাইজার দু’টি, আদা ৫০০ গ্রাম, কালোজিরা ২৫০ গ্রাম, লবঙ্গ ২৫ গ্রাম, তেজপাতা ১০০ গ্রাম, দারুচিনি ১০০ গ্রাম, ম্যাগি স্যুপ ৫টি, নুডলস ৮ প্যাকেট, খেজুর ১ কেজি, অ্যান্টিহিস্টাসিন পাঁচ পাতা, সিভিট পাঁচ পাতা, প্যারাসিটামল পাঁচ পাতা। জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, আক্রান্ত রোগীদের ১৪ দিন ঘরে বন্দী থাকতে হচ্ছে। তাদের পরিবারের সদস্যরাও বাড়ির বাইরে বের হতে পারছেন না। তাই তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ১৪ দিনের খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। তাদের খোঁজখবর নেয়া হচ্ছে। এতে তাদের মনোবল শক্ত হবে। প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 


আরো সংবাদ



premium cement