০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


গুচ্ছগ্রামের বাড়ি নির্মাণের খুঁটি লাগানোর আগেই ফেটে চৌচির

-

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে নির্মিতব্য গুচ্ছগ্রামের বাড়ি নির্মাণের জন্য তৈরি করা খুঁটি লাগানোর আগেই ফেটে গেছে। তারপরো মাথার দিকে ফেটে চৌচির হওয়া খুঁটিগুলোই ঘরে লাগানো হয়েছে। ফলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি অল্প জায়গায় বেশি বাড়ি নির্মাণের কারণে ঘরের সাথেই যেভাবে টয়লেট নির্মাণ করা হয়েছে তাতে অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ গুচ্ছগ্রামের পরিবেশে বিপর্যয় ঘটবে। দুর্গন্ধ ছড়ানোসহ ক্ষতিকর গ্যাসের প্রভাবে চরম অস্বাস্থ্যকর অবস্থায় পতিত হবে এলাকাটি।
সরেজমিন দেখা যায়, প্রায় প্রতিটি ঘরের দু-একটি খুঁটির উপরিভাগে ভেঙে গেছে। কোনো কোনো খুঁটি বরাবর টিন লাগানোর জন্য ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে গিয়ে ভেঙে রড বেড়িয়ে পড়েছে। এরপরও ওই খুঁটিগুলোতে এঙ্গেল দিয়ে টিন লাগানো হয়েছে, যা ভবিষ্যতে আরো ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
ঘরসংলগ্ন টয়লেট নির্মাণের জন্য সঙ্কীর্ণ স্থান দেয়া হয়েছে। এতে অল্প দিনের মধ্যেই টয়লেটগুলো ভরে গিয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। কেননা টয়লেটগুলোতে সেপটিক ট্যাংক হিসেবে মাত্র পাঁচটি সিমেন্টের রিং ব্যবহার করা হয়েছে এবং রিংগুলোর উপরেই স্লাব বসিয়ে লেট্রিন তৈরি করা হয়েছে। তা ছাড়া টয়লেটগুলো এমনভাবে ঘরের পাশে নির্মিত হয়েছে যে হরহামেশাই টয়লেটের বিষাক্ত গ্যাস ঘরে প্রবেশ করে পরিবেশ দূষণ ঘটাবে এবং নানা প্রকার রোগ ছড়াবে।
গুচ্ছগ্রামের কাজের ঠিকাদার দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আব্দুর রাজ্জাক মোবাইল ফোনে জানান, তিনি বাংলাদেশের প্রায় সব গুচ্ছগ্রামের কাজই আমরাই করে থাকি। ইতঃপূর্বে দিনাজপুর, পঞ্চগড়, খুলনা, লালমনিরহাট জেলায় গুচ্ছগ্রামের কাজ পেয়েছেন যেগুলো এখনো চলমান রয়েছে। সৈয়দপুর উপজেলাতেও কাজ চলছে। তারা যেভাবে নির্দেশনা পেয়েছেন সেভাবে কাজ করা হচ্ছে। তবে এত অল্প জায়গায় এত বেশি বাড়ি নির্মাণ অন্য কোথাও করা হয়নি।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অল্প জায়গায় বেশি বাড়ি করতে হচ্ছে। প্রতিটি বাড়ির জন্য এক লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এসব গুচ্ছগ্রামের বাড়ি নির্মাণের কাজ মূলত আমরাই করে থাকি, কোনো ঠিকাদার দ্বারা করা হয় না। খুঁটিগুলো অনেক বেশি শক্ত করে তৈরি করা হয়েছে। তাই খুঁটির সাথে এঙ্গেল লাগাতে গিয়ে রড বাকা করার সময় কয়েকটি খুঁটির মাথা ভেঙে গেছে মাত্র। সেগুলো মেরামত করে দেয়া হবে। কোনো খুঁটির মাঝ বরাবর ভাঙেনি। যদি ভেঙে থাকে তাহলে অবশ্যই বদল করা হবে।

 


আরো সংবাদ



premium cement
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

সকল