০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


লোকসানের মুখেও পাইকগাছায় বেড়েছে পাটের আবাদ

-

অব্যাহত লোকসানের মুখে থাকা পাট চাষে কৃষকদের অনাগ্রহের মধ্যেও চলতি বছর খুলনার পাইকগাছায় পাটের আবাদ কিছুটা বেড়েছে। অনাবৃষ্টিসহ আবহাওয়ার প্রতিকূল পরিবেশেও উপজেলায় এবার আবাদও ভালো হয়েছে পাটের।
গত কয়েক বছরে পাটের দাম ভালো না পাওয়ায় উৎপাদন ভালো হলেও পাট চাষে কৃষকদের মধ্যে চরম অনাগ্রহ তৈরি হয়। তবে গেল বছর পাটের বাজার কিছুটা ভালো পাওয়ায় এবার আবাদ কিছুটা বেড়েছে বলে দাবি করেছেন স্থানীয় কৃষি অফিস।
কৃষি অফিসের পাশাপাশি স্থানীয় কৃষকদের দাবি, আবহাওয়ার প্রতিকূল পরিবেশেও পাটের আবাদ ভালো হয়েছে।
কৃষি অফিস জানায়, চলতি উৎপাদন মওসুমে উপজেলায় মোট ৩৫৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ৩০৩ হেক্টর। এ বছর তোষা ৩ শ’ ৫০ হেক্টর ও দেশী ৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। সুন্দরবন উপকূলীয় লবণাক্ত পাইকগাছার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়–লী ও পৌর এলাকায় পাটের আবাদ হয়েছে।
উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকার কৃষক ও জনপ্রতিনিধি শেখ রবিউল ইসলাম, হাফিজুর রহমান জানান, আবাদ মওসুমের শুরুতে অনাবৃষ্টির কারণে পাট চাষের জন্য জমিতে জো (রস) না থাকায় সময়মতো পাট বীজ বপন করতে পারেননি তারা। তবে অনেক এলাকায় সেচ দিয়ে জমি উপযোগী করে পাট বুনন সম্পন্ন করেছেন তারা। তবে পরে বৃষ্টির দেখা মেলায় আবাদ ভালো হয়েছে পাটের।
কৃষক সবুর, আমিনুর রহমান ও সাঈদুর রহমান জানান, পাট আবাদ করার পরে পাট জাগ দেয়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। কারণ দিন দিন ডোবা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় পাট পচানোর জায়গা পাওয়া যায় না। একই স্থানে পর্যায়ক্রমে একাধিকবার পাট জাগ দিতে হয়।
সময়মতো পাট জাগ দিতে না পারায় পাটের আঁশ ভালো পাওয়া যায় না বলেও জানান কৃষকরা। ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয় বলেও জানান ভুক্তভোগী কৃষকরা। কৃষকরা তোষাও ৯৮ ও ৯৭, দেবগ্রী ও বঙ্কিম জাতের বীজ বেশি বপন করেছে। ক্ষেত বিশেষ পাঠ প্রায় ৪ থেকে ৬ ফুট পর্যন্ত পাটের উচ্চতা বৃদ্ধি পেয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম জানান, চলতি মওসুমে ধানের আবাদ বৃদ্ধি পাওয়ায় পাটের আবাদ কমে গেছে। পাট বীজ বপনের সময় জমিতে জো না থাকায় কৃষকদের পাট চাষ করতে কিছুটা বিলম্ব হয়েছে। যদিও পরবর্তীপর্যায়ে বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভালো হয়েছে এবং পাটকাঠি ও পাটের আঁশ থেকে কৃষকরা আশানুরূপ মূল্য পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আরো সংবাদ



premium cement
চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর : মন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি’র সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী টর্চার সেলে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন : হারুন গাজা ত্যাগ করবে না ইউএনআরডব্লিউএ শৈলকুপায় সাংবাদিক মফিজুলের ওপর হামলা : প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের : রিজভী অনলাইন জুয়ায় ২০ লাখ টাকা হেরে যুবকের আত্মহত্যা আল-জাজিরার অফিসে ইসরাইলি পুলিশের হানা মালয়েশিয়ায় কাল বৃহত্তম আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলন রাস্তা প্রশস্ত করতে কাটা হবে ৮৫৬টি গাছ সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা : টিআইবি

সকল