৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


৩ দিনে ৭৩১ আফগান বন্দীকে মুক্তি দিলো তেহরান

তালেবান ও ইরান প্রতিনিধি দলের সাক্ষাত - ছবি : সংগৃহীত

আফগান-ইরান সম্পর্ক স্বাভাবিক হবে নাকি তাদের পারস্পরিক বিভেদ বহাল থাকবে, চতুর্দিকে যখন এ জাতীয় প্রশ্ন উচ্চকিত হচ্ছিল, ঠিক এ সময় আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গত বুধবার ইরান সরকার ২৭৪ জন আফগান বন্দীকে মুক্তি দিয়েছে।

বৃহস্পতিবারে দেয়া ওই বিবৃতিতে আরো বলা হয়, গত মঙ্গলবার মুক্তি দেয়া হয়েছিল ১৮৯ জন বন্দীকে। এর আগে সোমবার মুক্তি দেয়া হয়েছিল ২৬৮ জনকে। সর্বমোট গত তিন দিনে ইরান সরকার ৭৩১ জন আফগান বন্দীকে মুক্তি দিয়েছে।

এ বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাফেজ যিয়া আহমাদ এক টুইটবার্তায় বলেন, গত কয়েক দিন আগে তালেবান প্রতিনিধি দল ইরান সফর করে। তখন বন্দী মুক্তি বিষয়ে তাদের কথা হয়। এর ভিত্তিতে গত তিন দিনে এ বন্দীদের মুক্তি দেয় তেহরান।

ইরানি সংবাদমাধ্যম ইসনাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের বিচার মন্ত্রণালয়ের বন্দী স্থানান্তর অধিদফতর প্রধান কামাল আব্দুল্লাহ বলেন, আমরা আশা করছি, এ বন্দী মুক্তি কর্মতৎপরতার মধ্য দিয়ে দেশ দু’টি পারস্পরিক একটি সমঝোতার দিকে অগ্রসর হতে পারবে।

ইরানের বিচার মন্ত্রণালয়ের দোষী ব্যক্তিদের স্থানান্তর অধিদফতর প্রধান আসকার জালালিয়ান বলেন, যেসব বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে, তারা রাজবন্দী নন। তারা তালেবানের সাথে সম্পৃক্তও কেউ নন। বিভিন্ন সময় মাদক আইনে তাদের বন্দী করা হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা ফারিস সূত্রে জানা যায়, তেহরানে এখনো ছয় হাজার আফগান নাগরিক বন্দী আছেন।

সূত্র : ইসনা, ফারিস, আলজাজিরা নেট ও অন্যান্য


আরো সংবাদ



premium cement
আফগানিস্তানে মসজিদে বন্দুক হামলা, নিহত ৬ দেশের বেসরকারি সৌর প্রকল্পে ১২১.৫৫ মিলিয়ন ডলার অর্থায়ন এডিবির কটিয়াদীতে কালের সাক্ষী ৫০০ বছরের কোটামন দিঘি সখীপুরে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ স্কুল-মাদরাসার ছুটি বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকছে রাজবাড়ীতে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাকিতে সিগারেট না দেয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা ট্রেনে বন্ধুর ব্যাগ তুলে দিতে গিয়ে প্রাণ গেল কিশোরের গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই : রিজভী রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির

সকল