০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

কাবুলের একটি মাদরাসায় আত্মঘাতী বিস্ফোরণ, আফগান নারী শিক্ষার অগ্রদূত নিহত

শায়খ রহিমুল্লাহ হক্কানি - ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাদরাসায় আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আফগান মাদরাসা পরিচালক শায়খ রহিমুল্লাহ হক্কানি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য নিশ্চিত করে।

রয়টার্স জানায়, শায়খ রহিমুল্লাহ দেশটির নারী শিক্ষায় বিশেষ অবদান রেখেছেন।

জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, ইতোমধ্যে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারও বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। তবে এই বিস্ফোরণে কতজন নিহত হলেন- সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

একটি সূত্র জানায়, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement