০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় লক্ষাধিক মানুষকে সরিয়ে নিলো চীন

চীনের দক্ষিণ গুয়াংডং প্রদেশের কিংইয়ুয়ান বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত - ছবি : এএফপি

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে চীন। মঙ্গলবার ঝড় ও ভারী বৃষ্টিপাত থামার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন চীনের আবহাওয়াকে প্রভাবিত করেছে। এতে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সাথে দমকা হাওয়াও বইছে। এতে বড় ধরণের বন্যা দেখা দিয়েছে। বন্যায় ইতোমধ্যে চারজন নিহত হয়েছে। আরো ১০ জন নিখোঁজ হয়েছে।

স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ‘ভারী থেকে খুব ভারী বর্ষণের’ তালিকাভূক্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম ছিল শেনজেন মেগাসিটি। সেখানে আকস্মিক বন্যার ঝুঁকি অনেক বেশি।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement