২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া!

- ছবি : সংগৃহীত

কংগ্রেসে যোগ দিতে পারেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। দিল্লির রাজনৈতিক অলিন্দে অন্তত এমনটাই ভাবছেন।

জানা গিয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর কংগ্রেসে যোগ দিতে পারেন। কংগ্রেস নেতাদের সাথে এমনটাই আলোচনা চালাচ্ছেন জেএনইউ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ও সিপিআই নেতা।

কিছুদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে সাক্ষাতের পর জোড়ালো হয়েছিল এই আলোচনা। রাজনৈতিক মহলের একাংশের মত, কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দিলে নাটকীয় পরিবর্তন আসতে চলেছে। দিল্লির জেএনইউ-তে বিতর্কিত স্লোগানকে ঘিরে প্রথম শিরোনামে আসেন কানহাইয়া। তারপর থেকেই দেশের রাজনীতির অংশ হয়ে গিয়েছেন তিনি।

২০১৯ সালে সিপিআইয়ের টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছিলেন কানহাইয়া কুমার। তবে পরাজিত হন বিজেপির বর্ষীয়ান নেতা গিরিরাজ সিংয়ের কাছে। তারপরে খুব একটা প্রচারের আলোয় দেখা যায়নি তাকে। বিহারের বিধানসভা নির্বাচনে সিপিআইএম ও সিপিআই-এর হয়ে তারকা প্রচারকের ভূমিকাও পালন করেন তিনি। এবার নতুন করে রাজনৈতিক ইনিংস শুরু করতে চাইছেন এই সাবেক ছাত্রনেতা।

আগের বিধানসভা নির্বাচনে বিহারে আরজেডি এবং জেডিইউর নেতৃত্বাধীন জোটগুলোর মধ্যে শক্ত লড়াই হলেও খারাপ ফল করেছিল কংগ্রেস। ৭০টি আসনের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করতে পেরেছিল হাত এবং আরজেডি ১৪টি আসনের অর্ধেকের বেশি জিতেছিল।

সূত্র : জি২৪ঘণ্টা


আরো সংবাদ



premium cement