২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সৌদি ও আমেরিকার ড্রোন মহড়া

মহড়ায় একটি ড্রোন পরিচালনা করছেন একজন মার্কিন সেনা - ছবি সংগৃহীত

সৌদি আরব এবং আমেরিকা যৌথভাবে ড্রোন মহড়া চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এ তথ্য নিশ্চিত করেছে।

এক টুইটার পোস্টে সেন্টকম জানিয়েছে, মেরিন এয়ার গ্রাউন্ড টাস্ক ফোর্স এবং মেরিন এয়ার ডিফেন্স ইন্টিগ্রেটেড সিস্টেম এই মহড়ায় অংশ নেয়। গত সপ্তাহে সৌদি আরবের কোনো এক স্থানে মহড়াটি অনুষ্ঠিত হয়েছে। সঙ্কটকালে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের আশা নিয়ে এ মহড়া চালানে হয়।

ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধে ছোট ড্রোনের ব্যবহার নিয়ে সেন্টকমের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি উদ্বেগ প্রকাশ করার কয়েক দিনের মধ্যে মার্কিন সেনারা সৌদি আরবে ড্রোন মহড়া চালালো।

জেনারেল ম্যাকেঞ্জি বলেছিলেন, ‘সন্ত্রাসবাদ-বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোর কাছ থেকে চাপ সৃষ্টি হতে দেখছে আমেরিকা। এসব সংগঠন আমাদেরকে ইরাক থেকে বের করে দিতে চায় এবং সর্বশেষ তারা এ লক্ষ্য অর্জনে ছোট ছোট ড্রোন ব্যবহার করছে। এর কিছু খুবই ছোট, কিছু একটু সামান্য বড় তবে সবগুলোই প্রাণঘাতী।’

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement