০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে রমজানে জামাতে নামাজের অনুমতি

মসজিদে জীবাণুনাশক ছিটিয়ে দেয়া হচ্ছে। - ছবি : এএফপি

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে রমজান মাসে তারাবি নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছে।

দেশটির কেন্দ্রীয় সরকার মসজিদে জামাতে নামাজ আদায় না করার পরামর্শ দিলেও সেটি অমান্য করে প্রদেশটির কয়েকটি মসজিদ।

বুধবার রাতে তারা জামাতে নামাজ আদায় করে।

ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী এ মাসের শুরুতে রমজানে নামাজ পড়ার বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছিলেন - সেখানে তিনি বলেছেন মুসলমানদের ঘরে বসে নামাজ পড়তে।

মসজিদগুলোতে কার্যক্রম কমিয়ে আনারও আহ্বান জানান তিনি। তবে আচেহ - ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ যেখানে শরিয়া আইন মেনে চলা হয়।

সেখানকার সবচেয়ে বড় মসজিদটিতে জামাতে তারাবি পড়ার অনুমতি দেয়া হয়েছে।

তবে এক্ষেত্রে সব মুসুল্লিকে মাস্ক পড়তে এবং যার যার জায়নামাজ সাথে আনার কথা বলা হয়েছে।

বুধবার পর্যন্ত ইন্দোনেশিয়ায় ৭ হাজার ৪১৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬৩৫ জন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement