৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


করোনাকে পরাজিত করলেন ১০৩ বছর বয়সী বৃদ্ধা

করোনা থেকে সুস্থ হওয়া ঝাংগয়াং ফেং (১০৩) - ছবি : সংগৃহীত

সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করেনাভাইরাস। এই ভাইরাসটি মারাত্মক ছোঁয়াচে। এ কারণে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। করোনায় মানুষ মারা গেলেও এতে সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেশি। এবার করেনা থেকে সুস্থ হলেন ১০৩ বছর বয়সী এক বৃদ্ধা। করোনাভাইরাসকে পরাজিত করে বাড়িতেও ফিরেছেন তিনি।

ওই বৃদ্ধার নাম ঝাংগয়াং ফেং। করোনা থেকে সুস্থ হওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন তিনি। চীনের উহান শহরের একটি হাসপাতাল থেকে মাত্র ৬ দিন চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপর তিনি সুস্থ হয়ে ওঠেন।

তার চিকিৎসক ডা: জেং উলান গণমাধ্যমক বলেন, শতবর্ষী এই বৃদ্ধা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তবে তার সামান্য ব্রঙ্কাইটিস ছাড়া আর কোনো সমস্যা নেই।

তিনি উহান শহরের টনজি ম্যাডিকেল কলেজের লিউয়ান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানায় চুটিয়ান মেট্রোপলিটনস ডেইলি নামে একটি চীনা গণমাধ্যম।

সূত্র : ইনডিপেনডেন্ট ও ডেইলি মেইল


আরো সংবাদ



premium cement