২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অস্ত্রধারীর নিশানা হয়েও যেভাবে বেঁচে যান আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট কির্চনার

ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের কপাল বরবার পিস্তল তাক করে গুলি করা হয়। ইনসেটে কির্চনার - ছবি : রয়টার্স

একজন বন্দুকধারী ভিড়ের মধ্যে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের কপাল তাক করে গুলি করলে অস্ত্রটি ঠিক মতো কাজ না করায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে তার সমর্থকরা ঘিরে আছেন, এবং এক পর্যায়ে তার মুখের ওপর একটি অস্ত্র তাক করে গুলি করা হচ্ছে।

প্রথমে তিনি বুঝতে পারছিলেন না কী হচ্ছে। পরে তিনি মাটিতে পড়ে যাওয়া কিছু একটা জিনিস তুলতে নিচু হয়ে বসে পড়েন।

ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার আদালত থেকে বাড়িতে ফিরছিলেন। দুর্নীতির অভিযোগে তার বিচার চলছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

পুলিশ বলছে, ওই বন্দুকধারীকে আটক করে তাদের হেফাজতে নেয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির বয়স ৩৫ বছর এবং তিনি ব্রাজিলিয়ান বংশোদ্ভূত।

পুলিশ এখন বামপন্থী এই নেতার ওপর এই হামলার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে।

ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগের চার বছর তিনি দেশটির ফার্স্টলেডি ছিলেন।

প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, বন্দুকটিতে পাঁচটি বুলেট ছিল। কিন্তু ট্রিগার চাপার পরে গুলি বের না হওয়ায় তার ভাইস প্রেসিডেন্ট প্রাণে রক্ষা পেয়েছেন।

কেন বন্দুকটি শেষ মুহূর্তে কাজ করেনি, সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি।

আরেকটি ভিডিওতে দেখা যায়, ডি কির্চনারকে তার সমর্থকরা সন্দেহভাজন বন্দুকধারীর হামলা থেকে বাঁচাতে চেষ্টা করছেন।

ওই হামলাকারী তার খুবই কাছে চলে এসেছিল। মাত্র কয়েক ইঞ্চি দূর থেকে তাকে গুলি করার চেষ্টা করা হয়। শেষ মুহূর্তে গুলি বের না হওয়ায় তিনি বেঁচে গেছেন।

পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ঘটনাস্থলের কয়েক মিটার দূর থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডি কির্চনারের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রেসিডেন্ট থাকার সময় রাষ্ট্রের সাথে প্রতারণা এবং সরকারি অর্থের অপব্যবহার করেছেন।

এসব অভিযোগে আদালতে যখন তার বিচার চলছে তখন তাকে সমর্থন জানাতে গত কয়েকদিন ধরেই তার বাড়ির সামনে লোকজন জড়ো হচ্ছে।

তাকে হত্যা প্রচেষ্টার ঘটনার সময় তিনি তার সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছিলেন।

এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ১২ বছরের কারাদণ্ড, এমনকি রাজনীতিতেও তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে।

বৃহস্পতিবার ওই ঘটনার পর রাতে প্রেসিডেন্ট ফার্নান্দেজ, যিনি ফার্নান্দেজ ডি কির্চনার এবং তার স্বামীর শাসনামলে চিফ-অফ-স্টাফের দায়িত্ব পালন করেছেন, বলেছেন, ‘যে কারণে ক্রিস্টিনা বেঁচে গেছেন সেটি এখনো নিশ্চিত করা যায়নি, বন্দুকটিতে পাঁচটি গুলি ছিল, কিন্তু কোনো কারণে গুলি বের হয়নি।’

তিনি বলেন, ‘১৯৮৩ সালে আর্জেন্টিনা গণতন্ত্রের পথে ফিরে আসার পর এটা সবচেয়ে মারাত্মক ঘটনা।’

‘আমরা একমত না হতে পারি, আমাদের মধ্যে বড় ধরনের মতবিরোধ থাকতে পারে, কিন্তু ঘৃণা ছড়ায় এরকম বক্তব্য দেয়া যাবে না, কারণ এটি সহিংসতার জন্ম দেয়। গণতন্ত্রে সহিংসতার কোনো জায়গা নেই,’ বলেন প্রেসিডেন্ট ফার্নান্দেজ।

এই হত্যা-প্রচেষ্টার নিন্দা জানিয়ে তিনি শুক্রবার এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করেছেন।

এই ঘটনার ব্যাপারে ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার এখনো কোনো মন্তব্য করেননি।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫ চৌগাছায় সিদ কেটে স্বর্ণের দোকানে চুরি দুর্নীতির মামলায় কৃষিমন্ত্রীকে আটক করল ইউক্রেন মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা দেবীগঞ্জে হিট স্ট্রোকে প্রাইভেটকার চালকের মৃত্যু

সকল