২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লুইস আর্ক বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত

- ছবি : সংগৃহীত

বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইস আর্ক বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দেশটির ইলেক্ট্রোরাল ট্রাইবুনাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে গত সপ্তাহান্তের ভোটের এই ফলাফল ঘোষণা করে।

সকল ভোট গণনা সম্পন্ন হয়েছে, আর্ক ৫৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আর্ক তার টুইটার একাউন্টে বলেন, “যথেষ্ট মর্যাদার সঙ্গে আমরা এই দায়িত্ব পেয়েছি। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হলো দেশটি পুনর্গঠন করা, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আশা জাগ্রত করা।”

সোমবার প্রাক্তন প্রেসিডেন্ট কার্লোস মেসা পরাজয় স্বীকার করে নিয়েছেন, তিনি ২৯ শতাংশেরও কম ভোট পেয়েছেন, ডানপন্থী রক্ষণশীল লুইস ফার্নান্দো পেয়েছেন ১৪ শতাংশ ভোট।

আর্ক (৫৭) প্রবাসী সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের অধীনে অর্থ ও অর্থনীতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।


আরো সংবাদ



premium cement