৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


দলকে অবৈধ অর্থায়নের অভিযোগে তিউনিসিয়ার বিরোধী নেতার কারাদণ্ড

দলকে অবৈধ অর্থায়নের অভিযোগে তিউনিসিয়ার বিরোধী নেতার কারাদণ্ড - ছবি : এএফপি

দলকে অবৈধ অর্থায়নের অভিযোগে তিউনিসিয়ার প্রধান বিরোধী নেতা রাশেদ ঘানুশিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তিউনিস আফ্রিকা প্রেস (টিএপি) এই তথ্য জানিয়েছে।

শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ সাইট মিডল ইস্ট আই জানিয়েছে, তিউনিসিয়ার বৃহত্তম বিরোধী দলের প্রধান রাশেদ ঘানুশিকে তার জামাতা রফিক আবদুস সালামের সাথে সাজা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে ২০১৯ সালে তার রাজনৈতিক প্রচারাভিযানে ব্যাঙ্করোল করার জন্য বিদেশী অনুদান পেয়েছেন।

সূত্রটি আরো জানিয়েছে, তিউনিসিয়ার একটি আদালত ঘানুশিকে তার দলের পক্ষে ১ দশমিক ১ মিলিয়ন জরিমানা দেয়ারও নির্দেশ দিয়েছে।

তবে আদালতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল আন নাহদা পার্টি। তারা এটিকে অবিচার বলে আখ্যা দিয়েছে।

তারা এক বিবৃতিতে বলেছে, আন নাহদা কখনই বিদেশী তহবিল পায়নি। দলের একমাত্র ব্যাংক অ্যাকাউন্ট সব বিচারিক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্যবেক্ষণে রয়েছে।

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement