০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


আফ্রিকার চার দেশ সফরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রো

আফ্রিকার চার দেশ সফরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রো। - ছবি : সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো মধ্য আফ্রিকার চার দেশ সফর শুরু করেছেন। সাবেক ঔপনিবেশিক এসব দেশে ফরাসি বিরোধী মনোভাব তীব্র হওয়ায় নতুন দায়িত্বশীল সম্পর্কের পরীক্ষা চালাতে কূটনৈতিক এ উদ্যোগে নিয়েছে ফ্রান্স।

বুধবার গ্যাবন যাওয়ার মধ্য দিয়ে ম্যাঁক্রো তার সফর শুরু করেন। এরপর তিনি অ্যাঙ্গোলা, রিপাবলিক অব কঙ্গো ও ডেমাক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যাবেন।

ফরাসি ভাষাভাষী আফ্রিকার এসব দেশে রাশিয়ার প্রভাব বাড়ছে। পাশাপাশি চীনও তার প্রভাব বলয় তৈরির চেষ্টা করছে। আর এ নিয়ে ফ্রান্সে সতর্কতা বাড়াতে ম্যাঁক্রো তার এ সফর শুরু করেছেন। শনিবার তার সফর শেষে হবে।

তিনি গ্যাবনে কঙ্গো নদীর বিস্তীর্ণ অববাহিকাসহ বিশ্বব্যাপী বন সংরক্ষণের জন্যে ওয়ান ফরেস্ট সামিটে যোগ দেবেন। ফ্রান্সের আফ্রিকা নীতি বিষয়ে সোমবার এক বক্তব্যে ম্যাঁক্রো আফ্রিকার ৫০টিরও বেশি দেশের সাথে জলবায়ু ইস্যুসহ পারস্পরিক ও দায়িত্বশীল সম্পর্কের কথা বলেন।

ম্যাঁক্রো ঔপনিবেশিক পরবর্তী নীতিসমূহ ভাঙার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

তিনি জোর দিয়ে বলেছেন, ‘দ্বিতীয় মেয়াদে আফ্রিকাই তার অগ্রাধিকার।’

তিনি জুলাইতে ক্যামেরন, বেনিন ও গিনি বিসাউ সফর করেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতাল খালি রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতির জন্য ‘আরো প্রচেষ্টা চালাতে’ জাতিসঙ্ঘ প্রধানের আহ্বান পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত ১০ জুন সখীপুরে চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চুরি ফতুল্লায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে আইওএম মহাপরিচালকের সাক্ষাৎ নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরাইলি বাহিনী নিষেধাজ্ঞা নেই তবুও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা দৌলতদিয়ায় ৬ ও ৭ নম্বর ফেরিঘাট ভাঙনে বিলীন হচ্ছে নদীর পাড় জাতিসঙ্ঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে সমর্থন বেলজিয়ামের

সকল