১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ ফাল্গুন ১৪৩১, ১৮ শাবান ১৪৪৬
`

মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি

- ছবি : সংগৃহীত

মেট্রোরেলের সব ধরনের যাত্রীসেবার ওপর মূল্য সংযাজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২১ মে) এনবিআর থেকে ইস্যু করা বিশেষ আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ভ্যাট অব্যাহতির এই সুবিধা ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে এ ভ্যাট অব্যাহতি সুবিধা কার্যকরের সময় ধরা হয়েছে।

আদেশে বলা হয়েছে, মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহন। মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে বিরাট ভূমিকা পালন করবে। সে কারণে মেট্রোরেল চালু হওয়ার প্রাথমিক পর্যায়ে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে এই গণপরিবহনে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। তাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়া হলো।

এর আগে গত ১৯ মার্চ ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট অফিস থেকে ভ্যাট আরোপের বিষয় যথাযথ নির্দেশনা চেয়ে এনবিআরের ভ্যাট নীতি বিভাগকে চিঠি দেয়া হয়েছিল।

এনবিআরের আইন অনুযায়ী তাপানুকূল (এসি) ও নন-এসি রেলওয়ে সার্ভিসের ওপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রযোজ্য রয়েছে। তবে ডিএমটিসিএলের দাবি ছিল মেট্রোরেল এবং মেট্রোরেলের যাত্রীদের কোনো শ্রেণিবিন্যাস না থাকায় যাত্রীসেবার ওপর কোনো ধরনের মূসক প্রযোজ্য হবে না।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে সন্ত্রাসবাদ যেভাবে আ’লীগের রাজনৈতিক কৌশলের সাথে জড়িত আতিকসহ ৬ আ’লীগ নেতাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল আইনশৃঙ্খলা রক্ষায় ডিসিদের প্রতি আহ্বান প্রধান বিচারপতির ওমানের কাছে জ্বালানি সরবরাহের নিশ্চিয়তা চেয়েছে বাংলাদেশ রমজানে গরুর গোশত বিক্রি হবে ৬৫০ টাকায় ভাষা আন্দোলনের মুখপত্র সৈনিক পত্রিকা অপরাধের হটস্পটে সার্বক্ষণিক নজরদারি মানহীন বই নিয়ে বিস্তর অভিযোগ জুলাই অভ্যুত্থানে আহতদের শাহবাগ অবরোধ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের পারস্পরিক প্রশিক্ষণের প্রস্তাব জনগণের প্রতিনিধি দেশ পরিচালনার দায়িত্ব না পেলে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় : তারেক রহমান

সকল