০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


মালয়েশিয়া বাংলাদেশীসহ আটক ১০৮

মালয়েশিয়া বাংলাদেশীসহ আটক ১০৮ - নয়া দিগন্ত

মালয়েশিয়ার বড় পাইকারি মার্কেট সেলায়াং পাচার বোড়ং এলাকায় থেকে বাংলাদেশীসহ ১০৮ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন পুলিশের জানায়, অভিবাসীদের কাছে এই পাইকারি মার্কেটে শ্রমিক হিসেবে কাজ করার কোনো বৈধ নথিপত্র ছিল না ।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতুক আলাউদ্দিন আব্দুল মজিদ জানান, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের স্বমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, অভিযানে ২১৩ জন অভিবাসীর নথিপত্র যাচাই করে ১০৮ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে বাংলাদেশের সাতজন, ইন্দোনেশিয়ার ৫২ জন, মায়ানমারের ৩৫ জন, ভারতের ১২ জন, নেপালের একজন, পাকিস্তানের একজন অভিবাসী রয়েছে। তাদের আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য কুয়ালালামপুরের বুকিত জলিল ইমিগ্রেশন সেন্টারে নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement