০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


খালেদার মুক্তির দাবিতে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

-

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার এবং রাজবন্দী সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মালয়েশিয়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে কুয়ালালামপুরের হোটেল মেট্রোতে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে অংশ নিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু বলেন, ‘মিথ্যা মামলায় গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। সরকার বিচার বিভাগের ওপর ভর করে জামিনযোগ্য মামলায় বেগম জিয়াকে মুক্তি দিচ্ছে না।’

তিনি বলেন, ‘আইনী প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্তি নাও হতে পারে। এ জন্য আমাদের রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমে তিন বারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে মুক্ত করতে হবে। এ জন্য মালয়েশিয়াসহ প্রবাসে থাকা, বিএনপিসহ সব অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রবাসে এমন কিছু করা যাবে না, যাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।’

স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ কারাগারে বন্দী। তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রীই নন, তিনি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী। তিনি সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিনী। ভোটবিহীন এই সরকার আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। গণতন্ত্রের জয় হবেই ইনশাল্লাহ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দেবেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো।

স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. দুলাল হোসেন, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটন, সহ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান, সদস্য টিপু সুলতান, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবু কাউছার, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল শিকদার, সেরদাং যুবদলের সাবেক সভাপতি মো. নাজমুল হাসান, মালয়েশিয়া পেশাজীবী দলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ জালাল, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আনিসুর রহমান, সহ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, কুয়ালালামপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা এএইচ মঞ্জু, রিপন চৌধুরী প্রমুখ ।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বুকিত বিন্তাং বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন, মালয়েশিয়া যুবদলের সহ সভাপতি শাহজাহান হাওলাদার, মঞ্জু খা, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি কাজী সোহেল মাহমুদ, কুয়ালালামপুর মহানগর যুবদলের সভাপতি শামীম রেজা, সিনিয়র সহ সভাপতি শেখ মো. লিটন, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, সহ সাংগঠনিক সম্পাদক জামশেদ আলম আরমান, কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম রকি, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন মৃধা, হাংতুয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুবনেতা রিয়াদ মল্লিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যাপক গ্রেফতারের পর ১৭ মে পর্যন্ত পুলিশ প্রহরার আহ্বান প্রেসিডেন্টের আমরা আরো কঠোরভাবে ফিরে আসব : কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা স্মিথকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা পেটের দায়ে কাজে আসছি থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান, প্রশংসা ট্রাম্পের আজ আধাবেলা বাস চলাচল বন্ধ থাকবে মিয়ানমার : যুদ্ধ আর জোরপূর্বক সেনাবাহিনীতে যোগদান এড়াতে শরণার্থীদের সীমান্ত পাড়ি যেভাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়েছিল মালদ্বীপ ভারত থেকে চীনমুখী হওয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে

সকল