০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


বাঁচতে হলে মাদক ছাড়তেই হবে সিএমপি কমিশনার

-

মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মেট্্েরাপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান বলেছেন, মাদক ছাড়ুন, জীবন বাঁচান। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ীরা অবৈধ অস্ত্রও ব্যবহার করে। তাদের ধরতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। পুলিশকে ল্য করে গুলি ছোড়ে। পুলিশতো হাত গুটিয়ে বসে থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।
গত মঙ্গলবার কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানা আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার এসব কথা বলেন।
শামসুল আলম শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপকমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক, পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী স্বপন, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, সংরতি মহিলা কাউন্সিলর আঞ্জুমন আরা বেগম।
সিএমপি কমিশনার বলেন, একটি বিশেষ গোষ্ঠী আমাদের কোমলমতি শিার্থীদের মগজ ধোলাইয়ের মিশনে আছে। সরকার এরই মধ্যে মাদক ব্যবসায়ীদের মৃত্যুদণ্ডের বিধান করেছে। সুতরাং বাঁচতে হলে মাদক ছাড়তেই হবে।

 


আরো সংবাদ



premium cement