২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


সিআইইউতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে সেমিনার

-

চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে সিআইইউ অডিটোরিয়ামে সম্প্রতি এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার বেইজড ইলেকট্রিক ভেহিকেল চার্জিং’ শীর্ষক সেমিনারের মূল বিষয়বস্তু ছিল ‘ইনডাকশন পদ্ধতিতে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং, যা জ্বালানিনির্ভর যানবাহন দ্বারা যে পরিবেশ দূষিত হচ্ছে তা রোধ করতে সক্ষম হবে।’ সিআইইউ প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল বক্তা ছিলেন সিআইইউ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক মো: মোর্শেদ আলম। অনুষ্ঠানে সিআইইউর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হক খান বলেন, ‘ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার বেইজড ইলেকট্রিক ভেহিকেল চার্জিং’ ভবিষ্যতে জ্বালানি সাশ্রয়ে বড় ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের এর সম্পর্কে যতটা সম্ভব জানার জন্য আহ্বান জানান।

 


আরো সংবাদ



premium cement