০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


কংগ্রেসের হিজাব নিষেধাজ্ঞা অবসানে কাজ করছেন ইলহান ওমর

মার্কিন কংগ্রেসম্যান ইলহান ওমর - ছবি : সংগ্রহ

হিজাব নিষেধাজ্ঞা বিষয়ক মার্কিন কংগ্রেসের ১৮১ বছরের পুরো নিয়ম তুলে নেয়ার আহ্বান জানাবেন সদ্য নির্বাচিত কংগ্রেস দলীয় সদস্য ইলহান ওমর। সোমবার দেশটির সবচেয়ে বড় মুসলিম অধিকার সংস্থা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। প্রসঙ্গত মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ কংগ্রেসে প্রথমবারের মতো এবারই নির্বাচিত হয়েছেন দুই মুসলিম নারী। তাদের একজন ইলহান ওমর।

এ মাসের শুরুর দিকে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে যে দুইজন মুসলিম নারী নির্বাচিত হয়েছেন, এক সময়ের সোমালীয় শরণার্থী ইলহান ওমর তাদের একজন। তিনি মাথার স্কার্ফের মতো ধর্মীয় পোশাক যেমন মুসলিমদের হিজাব, ইহুদিদের ইয়ার্মুলক বা শিখদের পুরবান ইত্যাদি ক্ষেত্রে ছাড়ের একটি খসড়া তৈরির জন্য ডেমোক্র্যাট দলের নেতৃবৃন্দের সাথে কাজ করছেন।

আগামী বছরের জানুয়ারিতে ডেমোক্র্যাট দলের সংখ্যালঘু বিষয়ক নেতা ন্যান্সি পেলোসিসহ অন্য নেতৃবৃন্দের দ্বারা যে সব আইন অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে স্কার্ফের বিষয়টিও তাতে অন্তর্ভুক্ত থাকছে। যুক্তরাষ্ট্রে এ মাসের শুরুর দিকের নির্বাচনে যারা জয়ী হয়েছেন, তারা দায়িত্ব নেয়ার পর মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাবে।

গত শনিবার এক টুইটারে ইলহান ওমর বলেন, কেউ এসে আমার মাথায় স্কার্ফ পরিয়ে দেয়নি। আমি নিজেই এটি পরেছি। এটি আমার পছন্দ .... যা প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত। এবং এটিই শেষ কোনো নিষেধাজ্ঞা নয়, যা উঠিয়ে নেয়ার জন্য আমি কাজ করছি।

স্কার্ফের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার এ পদক্ষেপের প্রতি সমর্থন দিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স। সংস্থাটির নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, আমরা বৈষম্যমূলক এই নীতিটির আধুনিকায়নের পদক্ষেপ এবং মার্কিন সংবিধান ও এতে বিদ্যমান ধর্মীয় স্বাধীনতা রক্ষার সাথে সামঞ্জস্য আনয়নের প্রচেষ্টার প্রতি সমর্থন জানাচ্ছি।

মার্কিন কংগ্রেসে স্কার্ফ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ১৮৩৭ সালের সেপ্টেম্বরে। কংগ্রেসের নারী সদস্য ফ্রেডিরিকা উইলসন তার বৈচিত্রময় ও বিভিন্ন রঙের হ্যাটের কারণে পরিচিত ছিলেন। তিনিসহ আরো কয়েকজনের কারণেই মূলত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।


আরো সংবাদ



premium cement
টঙ্গীবাড়ীতে অজ্ঞাত কিশোরের গলা কাটা লাশ উদ্ধার জাল দলিলে আপনার জমি দখল হয়ে গেলে কী করবেন? আমির খানকে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ সম্মাননা টানা জয়ের খোঁজে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ ‘শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল’ চকরিয়ায় চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার জনগণের কথা চিন্তা করে জনবান্ধব আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী হাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ : কৃষি মন্ত্রণালয় শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার চায় শিক্ষক সমিতি কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্তা মা ও পাঁচ বছরের ছেলের মৃত্যু ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি

সকল