০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


সুনামগঞ্জে মরাখাল থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার

-

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে সাকোঁ পারাপারের সময় সাঁকো থেকে পানিতে পড়ে নিখোঁজ এক বৃদ্ধা নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নির্মলা রানী দাস(৭৫)। তিনি হারিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত গোপেন্দ্র দাসের ন্ত্রী।
শুক্রবার বেলা ১১টায় পাশর্^বর্তী দিরাই উপজেলার চরন্নারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাশে মরাখালে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় জনগন ঘটনাটি প্রথমে চরন্নারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদারকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে দিরাই ও শাল্লা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দিরাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোস্তফা কামাল,ওসি তদন্ত দিলোয়ার হোসেন ও শাল্লা থানার অফিসার্স ইনচার্জ মোঃ দিলোয়ার হোসেন ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ বৃদ্ধা চাকুয়া গ্রামের তার নিজ বাড়ি হতে সাঁেকা দিয়ে অন্যপাড়ায় যাওয়ার সময় সাকোঁ থেকে পানিতে পড়ে তলিয়ে যান। বাড়ির লোকজন অনেক খোজাঁখুজি করে ও মহিলার কোন সন্ধান বের করতে পারেননি। ফলে সকালে ঐ মহিলার লাশ
এ ব্যাপারে শাল্লা থানার অফিসার্স ইনচার্জ মোঃ দিলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই বৃদ্ধা রানী ছেলে তাকে বলেছেন তার মা সাঁেকা পারাপারের সময় সাঁেকা থেকে পানিতে পরে মারা যান।
এ ব্যাপারে চরন্নারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার জানান,আমার নির্বাচনী এলাকার জনগন আমাকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে এসে দেখতে পাই আমার নির্বাচনী এলাকার গোপালপুরের পাশে মরাখালে একটি লাশ ভেসে আছে। আমি তাৎক্ষণিক দিরাই ও শাল্লা থানার অফিসার্স ইনচার্জদের খবর দিলে উনারা ও ঘটনাস্থলে আসেন এবং লাশটি সনাক্ত করা হয়। এই বৃদ্ধা বৃহস্পতিবার নিজ গ্রামের একপাড়া হতে অন্যপাড়াতে সাঁেকা দিয়ে পারাপারের সময় পানিতে পড়ে পানির নীচে তলিয়ে যান বলে জানা যায়।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোস্তফা কামাল জানান,মূলত এই মহিলার বাড়ি হচ্ছে শাল্লা থানায় তিনি বৃহস্পতিবার সাঁেকা পারাপারের সময় পানিতে পরে তুলিয়ে গিয়ে নিখোঁজ হন এবং পরবর্তীতে ¯্রােতের টানে লাশটি ভেসে আমার দিরাই থানার গোপালপুরের মরাখালে ভেসে আসে।


আরো সংবাদ



premium cement
প্রয়োজনে শুক্রবারও ক্লাস হবে : শিক্ষামন্ত্রী উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা কায়রোতে প্রতিনিধিদল পাঠানোর দাবি ইসরাইলের বিরোধীদলীয় নেতার পাথরঘাটায় ট্রলারের সাথে ট্রলারের থাক্কা, জেলে নিখোঁজ পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী ব্রাজিলে ভয়াবহ বন্যা, নিরাপদ স্থানে সরানো হয়েছে ৭০ হাজার লোক ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে সুন্দরবনে আগুন : নেভানোর চেষ্টা চলছে, তবে সময় লাগবে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সকল