০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিল অখণ্ড ভারত তৈরির পদক্ষেপ : মোদি

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি - ছবি : সংগৃহীত

কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে অখণ্ড ভারতের স্বপ্নকে সফল করার জন্য। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিকে গিয়ে একথাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী অক্টোবর মাসে বিধানসভা নির্বাচন হতে চলেছে মহারাষ্ট্রে। সেই উপলক্ষে বৃহস্পতিবার নাসিকে নির্বাচনী জনসভা করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি। যুগ যুগ ধরে কাশ্মিরিদের কংগ্রেস বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন। তবে ৩৭০ ধারা বাতিলের পর কেন্দ্র কাশ্মীর উপত্যকায় ‘নতুন ভূস্বর্গ’ তৈরি করতে উদ্যোগ নিয়েছে বলেই তিনি জানান।

জম্মু ও কাশ্মিরকে 'জঙ্গিমুক্ত' করার শপথ নিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই হিংসার পরিবেশ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কাশ্মিরের যুব সম্প্রদায় এবং সেখানকার মা ও বোনেরা। ৩৭০ ধারা বাতিল হওয়ার পর তারা
এবার উন্নয়ন এবং চাকরি চান। তাই তাদের জন্য উপত্যকায় ‘নতুন ভূস্বর্গ’ তৈরির সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্র। আপনারাও কাশ্মিরিদের দেখলে কোলাকুলি করুন। বুঝিয়ে দিন যে তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণ করার
এই লড়াইয়ে আপনারাও পাশে আছেন।

নিজের বক্তব্যে কংগ্রেসকে তুলোধনা করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসের ১০০ দিনে তিনি যে কাজ করেছে তার খতিয়ানও দেন মোদি। জানান, ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের মানুষ। অখণ্ড ভারত
তৈরির জন্যই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আগামীতে তা পূরণ হওয়ার পাশাপাশি সত্যি হবে জম্মু ও কাশ্মিরের মানুষের স্বপ্নও।

তবে আজকের সভা থেকে রামমন্দির নিয়ে যারা উসকানিমূলক মন্তব্য করছে তাদেরও সাবধান করে দেন তিনি। এই ধরনের বাজে কথা বলার কোনো মানে হয় না বলেও উল্লেখ করেন। বলেন, ‘আমি আপনাদের কাছে হাত জোড় করে আবেদন জানাচ্ছি, এই ধরনের অপ্রয়োজনীয় ও অপরিণতমনস্ক আচরণ করবেন না। বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন। তার ওপরে আস্থা রাখুন।’
সূত্র : সংবাদ প্রতিদিন

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল