২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কাশ্মীর নিয়ে পাকিস্তানের বড় কূটনৈতিক জয়

কাশ্মীর
কাশ্মীর ইস্যুতে আলোচনায় সম্মত হয়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ - ছবি: সংগৃহীত

কাশ্মীর বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে বড় কূটনৈতিক জয় পেয়েছে পাকিস্তান। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) এ বিষয়ে আলোচনা করতে পাকিস্তানের প্রস্তাব অনুমোদন করেছে। শুক্রবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার বিষয়ে আলোচনা হবে।

ইউএনএসসি প্রেসিডেন্ট জোয়ানা রোনেকা বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার বিষয়ে সম্ভবত ১৬ আগস্ট রুদ্ধদ্বার আলোচনা হতে পারে।

‘বৃহস্পতিবার এ কাউন্সিলের অধিবেশন বসবে না, তাই শুক্রবারই এ আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি,’ বলছিলেন তিনি।

সূত্র বলছে, ভারত এ আলোচনাটি স্থগিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে। নিরাপত্তা পরিষদ ৫০ বছর ধরে চলা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিষয়টিকে জটিল পরিস্থিতি হিসেবে বিবেচনা করছে। গুরুত্ব দেয়া হচ্ছে মানবাধিকার পরিস্থিতির।

প্রস্তাবের সমর্থনে চীন ও রাশিয়া
কূটনীতিকরা জানিয়েছেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত কাশ্মীরের যে বিশেষ মর্যাদা বাতিল করেছে এ নিয়ে পাকিস্তানের আলোচনার প্রস্তাবকে সমর্থন জানিয়ে বৃহস্পতি বা শুক্রবার এ নিয়ে আলোচনা করতে পরিষদের কাছে আহ্বান জানিয়েছে চীন।

এদিকে, রাশিয়া বলছে তারা এ ধরনের মিটিংয়ের অংশ হবে না। তবে বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘে রাশিয়ার ভারপ্রাপ্ত দূত দিমিত্রি পোলিয়ানস্কি। বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পরিষদের সদস্যদের প্রথমে উচিত তাদের অবস্থান সমন্বয় করা। কারণ বিষয়টি অনেকদিন ধরেই এখানে আলোচনার বিষয় ছিল না।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এক চিঠিতে এ বিষয়ে জরুরি আলোচনার আহ্বান জানান। জাতিসঙ্ঘে দেশটির রাষ্ট্রদূত মালিহা লোধি এ মাসের শুরুর দিকে ইউএনএসসি প্রেসিডেন্ট পোল্যান্ডের কূটনীতিক জোয়ানা রোনেকার সাথে সাক্ষাৎ করেন।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আগস্ট মাসের জন্য গঠিত ১৫ সদস্যের এ পরিষদের প্রেসিডেন্ট জোয়েনা।

জাতিসঙ্ঘ মহাসচিবের গুরুত্বে ১৯৭২ সালের সিমলা চুক্তি
জাতিসঙ্ঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস চান এ সমস্যার সমাধানে ১৯৭২ সালে সংগঠিত সিমলা চুক্তির বাস্তবায়ন। এ চুক্তিটিতে তৃতীয়পক্ষ ছাড়াই কাশ্মীর সমস্যা সমাধানের কথা বলা রয়েছে।

জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক গত সপ্তাহে নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, মহাসচিব জম্মু কাশ্মীরের পরিস্থিতি গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন এবং এ বিষয়ে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

মহাসচিব কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিমলা চুক্তির উপর গুরুত্ব দিয়ে বলেন, চুক্তিটিতে জাতিসঙ্ঘের সনদ অনুযায়ী কাশ্মীরের বিশেষ মর্যাদার বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের কথা বলা রয়েছে।

গত ৫ আগস্ট ভারত সরকার দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে তাদের অধ্যুষিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে। সেই সাথে রাজ্যটিকে দুটি ভাগে বিভক্ত করেছে, যার বৃহৎ অংশ থাকছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। ভারতের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে কাশ্মীরের অপর অংশের নিয়ন্ত্রক পাকিস্তান।

ভারতের এ সিদ্ধান্তের আগ পর্যন্ত জম্মু কাশ্মীর ছিল মুসলিম অধ্যুষিত একমাত্র রাজ্য, যেখানে বিশেষ স্বায়ত্তশাসন ছিল। সেখানে দেশটির অন্য কোনো অংশের নাগরিকদের জমি কেনার অধিকার ছিল না। রাজ্যটির ছিল নিজস্ব আলাদা পতাকা।

সূত্র : দি নিউজ


আরো সংবাদ



premium cement