২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানে সমাবেশে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৮

পাকিস্তান
আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে - ছবি: ডন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাসতুং শহরে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ১৮০ জন আহত হয়েছে। খবর ডনের

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সমাবেশ চলার সময় হামলকারী বোমা বিস্ফোরণ ঘটায়।

আইএস জঙ্গিরা তাদের সংবাদ মাধ্যমে এ হামলা দায় স্বীকার করেছে। এর আগে আফগানিস্তানের সীমান্তবর্তী এ অঞ্চলে আইএস জঙ্গিরা বেশ কিছু হামলা চালায়।

এ হামলায় বেলুটিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানি নিহত হয়েছেন। সিরাজ বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির ছোট ভাই।

প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বুঙ্গালজাই বলেন, আত্নঘাতী হামলার আঘাত থেকেই সিরাজ নিহত হয়েছেন।

সিরাজের নিজ জেলাতেই এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত সিরাজকে কোয়েটা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement