০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


পরিবার শঙ্কিত, তাই পাকি¯Íান যাবো না : মুশফিক

-

পারিবারিক কারণেই আসন্ন পাকি¯Íান সফরে যাচ্ছে না বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম। গত শুক্রবার রাতে বিপিএলের ফাইনাল শেষে, আসন্ন পাকি¯Íান সফরে না যাওয়ার কথা জানান তিনি।
পাকি¯Íান সফর নিয়ে আলোচনা শুরুর আগ থেকেই পাকি¯Íান সফরে না যাওয়ার কথা বোর্ডকে জানিয়ে রেখেছিলেন মুশফিক। গতকাল শনিবার বলেন, ‘আমি এরই মধ্যে বলেছি, পাকি¯Íান সফরে আমি যাবো না। আমি অনেক আগেই এমন সিদ্বান্ত নিয়েছি এবং বোর্ডকে জানিয়েছি। এ জন্য বোর্ডের কাছে আমি চিঠিও দিয়েছি। আমার পরিবার পাকি¯Íান সফর নিয়ে চিন্তিত, তারা আমাকে যেতে দিতে চায় না। আমার পরিবার শঙ্কিত, এমন মানসিকতা নিয়ে সেখানে গিয়ে আমি খেলতে পারি না।’ এই উইকেটরÿক ব্যাটসম্যান বলেন, ‘বাংলাদেশের হয়ে না খেলতে পারাটা হতাশার। এর চেয়ে বড় পাপ আমার কাছে নেই।’ শুধু জাতীয় দল থেকেই নয়, পাকি¯Íান টি-২০ লিগ পিএসএলেও নিজের নাম দেননি মুশফিক। তিনি বলেন, ‘পিএসএল পুরোটা পাকি¯Íানে হবে জেনে আমি ওই লিগে আমার নাম দেইনি। পরিবার এটির সাথে একমত হতে পারেনি।’
ভবিষ্যতে পাকি¯Íান সফর করার ইচ্ছা পোষণ করেছেন মুশফিক। তবে আগামী দুই বছরে যদি সেখানকার পরিস্থিতি ভালো হয় বা আরো অন্যান্য দল সেখানে ক্রিকেট খেলে তবেই পাকি¯Íানে যাবে তিনি, ‘আমি একমত যে পাকি¯Íানে পরিস্থিতি উন্নতি হয়েছে। যখন আমি দেখব অন্যান্য দল সেখানে যাচ্ছে, তখন আমি আত্মবিশ্বাসী হয়ে উঠব। আমি আগে পাকি¯Íানে গিয়েছি, ক্রিকেট খেলার সেটি দারুণ জায়গা।’


আগামী ২৪ জানুয়ারি পাকি¯Íানের মাটিতে প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ।

 


আরো সংবাদ



premium cement
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২০ যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা করছে মার্কিন ভোটারদের ৪১ শতাংশ কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ২ স্বপ্ন জয়ের লক্ষ্যে জবিতে পরীক্ষা দিলেন বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থী ইউরোপ ‘ত্রিমুখী ঝুঁকির’ সম্মুখীন : ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারকে চাপে ফেলতে বিএনপি নিজেরাই চাপে আছে : ওবায়দুল কাদের রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ ডুয়েট শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষ, ঢাকা-গাজীপুর বাস চলাচল বন্ধ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে বন্ধ সড়ক যোগাযোগ বিকেএসপিতে সাকিব ঝড়, অবসান ৫ বছরের অপেক্ষা

সকল