০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সৌম্য নাঈমে দাপুটে জয় বাংলাদেশের

-

ভারত থেকে টি-২০ সিরিজ খেলে এসে সোজা নেমে পড়েছেন ইমার্জিং কাপে খেলতে। সেখানে ঝড়ই তুলেছেন নাঈম শেখ ও সৌম্য সরকার। দুজনের ঝড়ে এশিয়ান ইমার্জিং কাপে হংকংয়ের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগামী ১৬ নভেম্বর টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজরা। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
সাভারের বিকেএসপি মাঠে গতকাল প্রথমে ব্যাট করা হংকং তেমন সুবিধাই করতে পারেনি। স্বাগতিক বোলারদের তোপে ধুঁকতে ধুঁকতে ৯ উইকেটে ১৬৪ রান করে। ২০ বছর বয়সী পেসার সুমন খান ৩৩ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। অলরাউন্ডার মেহেদী হাসান ঝুলিতে পুরেছেন ২ উইকেট, হাসান মাহমুদ ও আফিফ একটি করে উইকেট পেয়েছেন।
জবাবে ২৫ ওভার শেষ হওয়ার আগেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। নাগপুরে ঝড় তোলা বাঁহাতি ব্যাটসম্যান নাঈম শেখ ৮ চারে ৫২ বলে ৫২ করে আউট হয়েছেন। নাঈমের চেয়ে বেশি তাণ্ডব চালিয়েছেন সৌম্য। তাকে আউটই করতে পারেনি হংকংয়ের বোলাররা। ৭৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় বাঁহাতি ওপেনার অপরাজিত থাকেন ৮৪ করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২২ বলে ২২।
‘বি’ গ্রুপে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয় ভারত ও নেপাল। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে নেপালকে ৭ উইকেটে হারায় ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৪ দশমিক ৫ ওভারে ১৯৩ রানেই অলআউট হয় নেপাল। পন সরপ ৪৯ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন। ভারতের সৌরভ দূবে ৪ উইকেট শিকার করেন।
জবাবে সানবীর সিং ও আরমান জাফরের জোড়া হাফ সেঞ্চুরিতে ৮ ওভার বাকি রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। সানবীর ৫৬ ও জাফর অপরাজিত ৫১ রান করেন।


আরো সংবাদ



premium cement
পাঁচ বছর পর ইউরোপ সফরে শি জিনপিং যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ ইউক্রেনে ইস্টার প্রার্থনার মাঝে ড্রোন হামলা, রণাঙ্গনে রাশিয়ার সাফল্য দাবি যে সব কারণে করের বোঝা বাড়তে পারে আগামী বাজেটে প্রেসিডেন্ট বাইডেনের ‘জেনোফোবিক’ বক্তব্য নিয়ে ভারত-জাপানের আপত্তি আ’লীগ নেতাকে কটুক্তি, ছাত্রলীগ সভাপতিকে শোকজ ইসরাইলের হামলা অব্যাহত রাখার ঘোষণা, গাজার যুদ্ধবিরতি আলোচনা শেষ সোনা পাচার, ‘অপমানিত’ হয়ে পদত্যাগ আফগান কূটনীতিকের নেপালের নোটে মানচিত্র, ভারতের তীব্র আপত্তি ইনসুলিন দিয়ে ১৭ রোগী হত্যা, মার্কিন নার্সের ৭৬০ বছর কারাদণ্ড গাজায় দেড় লাখের বেশি অন্তঃসত্ত্বা নারী পানিশূন্যতায় ভুগছেন

সকল