০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ২২ স্বর্ণ

-

আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসে বাংলাদেশ ২২টি গোল্ড, ১০টি সিলভার ও ৬টি ব্রোঞ্জপদক লাভ করায় অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। আর এই ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং বিমানবন্দরে গিয়ে।
এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্যে দেশবাসীর সাথে আমিও আনন্দিত এবং গর্বিত। আমাদের ছেলেমেয়েরা তাদের অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। আমি আশা করি, আগামীতে আমরা আরো ভালো ফলাফল অর্জন করব। অচিরেই খেলোয়াড়দের উন্নত ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করব।
প্রসঙ্গত, এবারকার স্পেশাল গেমসে ১৬০টি দেশের প্রায় ৭০০০ অ্যাথলেটস অংশগ্রহণ করে। বাংলাদেশ টুর্নামেন্টের ১১টি ডিসিপ্লিনে অংশ নেয়। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকাকে সমুন্নত রেখে বাংলাদেশ দল গত শুক্রবার রাত ১১টায় দেশে ফিরেছে।


আরো সংবাদ



premium cement