২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ-ভিয়েতনাম অঘোষিত ফাইনাল আজ

বাংলাদেশ ও ভিয়েতনামের মহিলা ফুটবল দল প্র্যাকটিস করছে : নয়া দিগন্ত -

৯৪ মিনিটে ইলামনির গোলের সাথে সাথে সে কী উল্লাস বাংলাদেশ শিবিরে। গত পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এ গোল ম্যাচের ভাগ্যনির্ধারণী ছিল না। এটি ছিল ৭-০তে জয়ী হওয়া ম্যাচের শেষ গোল। এরপরও লাল-সুবজদের বাড়তি উল্লাসের নেপথ্য, এই গোল তাদের ভিয়েতনামের সমকক্ষ করেছে। ৯ পয়েন্টের সাথে দুই দলের গোলও প্লাস ২৫। তবে পরশু আরব আমিরাতের বিপক্ষে আরেকটি গোল দিতে পারলে আজ ড্র করলই চলত লাল-সবুজদের। তা না হওয়ায় আজ বিকেল সাড়ে ৩টায় কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। এ লড়াইয়ে জয়ী দলই ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে যাবে। হেরে যাওয়া দলকে ছয় গ্রুপের ছয় রানার্সআপের সেরা দুইয়ে থাকতে হবে। তবেই মিলবে সুপার এইটে যাওয়ার ছাড়পত্র। অন্যথায় বাদ। বাংলাদেশ এবং ভিয়েতনামের এ ম্যাচ ড্র হলে গ্রুপসেরা নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় দিতে হবে ম্যাচ কমিশনারকে। আজ বেলা সাড়ে ১১টায় আরেক ম্যাচে মুখোমুখি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
এখন পর্যন্ত বাহরাইন পাঁচ দলের গ্রুপের তলানিতে। তাই বাহরাইন আজ ১৬ গোলের ব্যবধানে আমিরাতকে হারাতে না পারলে তারাই হবে পঞ্চম। বেস্ট রানার্সআপ নির্ধারণে ক্ষেত্রে এ দলের বিপক্ষে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের পাওয়া পয়েন্ট এবং গোল বাদ যাবে। কারণ এএফসির এ আসরে ‘ই’ গ্রুপ থেকে সিরিয়া নাম প্রত্যাহার করে নেয়ায় চার দল খেলছে সেখানে। তাই প্রত্যেক গ্রুপের রানার্সআপ দলের পঞ্চম দলের বিপক্ষে অর্জিত সবকিছুই বিফলে যাবে। সে হিসাবে অবশ্য এখন পর্যন্ত সুবিধাজনক স্থানে বাংলাদেশ। অন্য দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে এবং গোলপার্থক্য প্লাস ১৫ গোল নিয়ে (বাহরাইনের বিপক্ষে গোল বাদ) সেরা দুই রানার্সআপের দৌড়ে মারিয়া মান্ডারা এগিয়ে। ১৪ গোল দিনে দ্বিতীয় স্থানে ‘সি ’ গ্রুপের দল থাইল্যান্ড। তিন নম্বরে আছে ৬ গোল থাকা ‘ই’ গ্রুপের দল ফিলিপাইন।
বাংলাদেশ কোচ অবশ্য এ বেস্ট রানার্সআপ হওয়া নিয়ে ভাবছেন না। তার লক্ষ্য একটাই। ভিয়েতনামকে সরাসরি হারিয়েই চ্যাম্পিয়ন হওয়া। এ জন্য মারিয়া, মনিকা, সাজেদা, আনুচিং, আনাই, আঁখি, শামসুন্নাহারদের কাছে স্বাভাবিক খেলাটাই চান গোলাম রাব্বানী ছোটন। ভিয়েতনামকে টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি উন্নত দল হিসেবেই মূল্যায়ন করলেন তিনি। জানান, ‘মাঠেই ভিয়েতনাম প্রমাণ করেছে তারা ভালো দল। তাদের ১০ নং জার্সিধারী দাং থান, ৮নং জার্সিধারী ভু থাই এবং গোলরক্ষক ভালো খেলোয়াড়। এরপরও আজ তাদের হারাতে পুরোপুরি প্রস্তুত আমরা।’
গত মাসেই ভারতের কাছে অনূর্ধ্ব-১৫ সাফের ফাইনালে ১-০তে হেরেছিল ফেবারিট বাংলাদেশ। তখন ভারতীয়দের দুর্বল ভেবেছিল অতি আত্মবিশ্বাসী বাংলাদেশী ফুটবলারেরা। আজ আর সেই ভুল করা যাবে না। কাল টিম মিটিংয়ে তা জানিয়ে দেয়া হয়েছে খেলোয়াড়দের। কোচের মতে, ফুটবলারদের শিক্ষা হয়েছে। কাউকে ছোট করে দেখা যাবে না। গ্রুপ সেরা হতে আজ বাংলাদেশ দল সব কৌশলই অবলম্বন করবে। দলে কয়েকটি পরিবর্তনও হবে। আমিরাতের বিপক্ষে বিশ্রাম দেয়া মারিয়া, ছোট শামসুন্নাহার, রিতু পূর্ণারা আজ একাদশে থাকবেন।’ ৯০ মিনিটের ম্যাচ ড্র হলে বাংলাদেশের টাইব্রেকার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছেÑ বলেন কোচ।
ভিয়েতনামের কোচ নগুয়েন থাই মাই নাল জানান, অন্য দলগুলোর চেয়ে বাংলাদেশ অনেক শক্তিশালী। তারাই ফেবারিট আজ। তবে আমরাও নামব জয়ের জন্য।
পরশু স্ট্রাইকার আনু চিং মগিনির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে বাংলাদেশ ৭ গোলে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। ২৭, ৩৫ ও ৩৬ মিনিটে তিন গোল করেন তিনি। তার শেষ গোল ছিল দর্শনীয় ব্যাকভলিতে। এ ছাড়া পেনাল্টি থেকে ছয় মিনিটে বড় শামসুন্নাহার, ৭১ মিনিটে আনাই মগিনি এবং ৯৪ মিনিটে ইলামনি গোল করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে অপর গোল হয় আত্মঘাতীতে। দিনের প্রথম ম্যাচে ভিয়েতনাম ৭-০তে পরাজিত করেছিল লেবাননকে।

 


আরো সংবাদ



premium cement
বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী

সকল