২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিস্ময়কর অঘটনের ফাঁদে ম্যানসিটি

-

অবাক করা অঘটন হজমের নির্বাক দর্শক ম্যানচেস্টার সিটি। দুঃস্বপ্নেই সূচনা তাদের চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮-১৯ মওসুমের। অন্যতম শিরোপা ফেবারিট পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটিকে বিস্ময়কর পরাজয়ের ফাঁদে আটকে দিয়ে মহাদেশীয় কাব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরাসি জায়ান্ট অলিম্পিক লিও। বুধবার ইংল্যান্ডের ম্যানচেস্টার সফরে তুলনামূলক কম বাজেটের দলটিই জন্ম দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের সর্বোচ্চ আলোচিত অঘটনের। টুর্নামেন্টের সূচনায় তাদের উজ্জীবিত পারফরম্যান্স প্রদর্শনীর দর্শক-ম্যানসিটির ইতিহাসে যোগ হয়েছে বিরল লজ্জার অধ্যায়। ইংল্যান্ডের প্রথম দল হিসেবে তারা হেরেছে চ্যাম্পিয়ন্স লিগের টানা চার খেলায়। মূলত নতুন মওসুমের মহাদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনীতে পারফরম করতেই ব্যর্থ হয়েছে গার্ডিওলার ম্যানসিটি। তাদের মোকাবেলায় মাঠের নৈপুণ্যে অধিকতর যোগ্যতার প্রমাণ রেখেই ২-১ গোলের স্মরণীয় জয়োৎসব অলিম্পিক লিও’র।
কঠিন অ্যাওয়ে চ্যালেঞ্জ টপকেই চ্যাম্পিয়ন্স লিগের নতুন মওসুমের শুভসূচনা করেছে জার্মান জায়ান্ট বার্য়ান মিউনিখ। পর্তুগাল সফরে তাদের প্রত্যাশিত জয়ে বাদ সাধতে পারেনি বেনফিকা। ই গ্রুপের খেলায় স্বাগতিক দলটিকে ২-০ গোলে হারিয়ে দেয় জার্মানির চ্যাম্পিয়নরা। সফরকারীদের পক্ষে একটি করে গোল করেন রবার্ট লমেনডস্কি ও রেনাটো। একই দিনে গ্রুপের অন্য খেলায় স্বাগতিক অ্যাজাক্স ৩-০ গোলে উড়িয়ে দেয় এইকে অ্যাথেন্সকে।
দল হিসেবে পারফরম্যান্সের ব্যর্থতা এক্স ফ্যাক্টর ভূমিকা রেখেছে হোম ভেনু আল-ইত্তিহাদ স্টেডিয়ামে নতুন মওসুমের চ্যাম্পিয়ন্স লিগের দুঃস্বপ্নের সূচনায়। বিরতির আগেই দলটিকে ম্যাচ থেকে ছিটকে দেয় ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্হানদিনহোর ব্যক্তিগত দু’টি ভুল। ব্রাজিলীয় ফুটবলারের ভুলে তৈরি সুযোগ লুফে নেয়ার দারুণ কৃতিত্বের প্রদর্শনী লিও’র আক্রমণভাগের। নাবিল ফকির ও ম্যাক্সওয়েল করনেটের একটি করে গোল বিরতির আগেই খেলার নিয়ন্ত্রণ সফরকারীদের হাতের মুঠোয়। দুর্দান্ত ডিবলিংয়ে ম্যানসিটির দুই ডিফেন্ডারকে ছিটকে ফেলে ৪৩ মিনিটে নাবিলের একক নৈপুণ্যের অসাধারণ গোল অবনমনে পৌঁছে দেয় স্বাগতিক ফুটবলারদের আত্মবিশ্বাসও। ফলে বদলি হিসেবে নেমে লেরয় সানের গোলটি শেষ পর্যন্ত সান্ত্বনা হিসেবেই থেকে গেছে স্বাগতিকদের বেলায়। ২৬ মিনিটে প্রথমে লিও লিড নেয় করনেটের গোলে।

 


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল