২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সার্বিয়া-সুইজারল্যান্ডের স্বপ্ন ২য় পর্ব

-

সার্বিয়ান তারকা ফুটবলার আলেক্সান্দার কোলারভ জানান, তার দল আক্রমণাত্মক কৌশল থেকে পিছপা হবে না সুইজারল্যান্ডের বিপক্ষে। সুইসদের বিপক্ষে আক্রমণাত্মক খেলে জয় দিয়েই শেষ ১৬ নিশ্চিত করতে চায় কোলারভ। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জয় এবং সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ১-১ গোলের ড্র সার্বদেরকে স্বপ্ন দেখাচ্ছে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে স্থান করে নিতে। গ্রুপ ই’র দ্বিতীয় ম্যাচটিকে তাই খুব গুরুত্ব দিয়ে দেখছে সার্ব ভক্ত-সমর্থকেরা। ২০০৬ এবং ২০১০ বিশ্বকাপেও তারা অংশ নিয়েছিল কিন্তু গ্রুপ পর্ব থেকে আর সামনে যেতে পারেনি। কোলারভ অসাধারণ ফ্রি কিক থেকে গোল করে সার্বদেরকে জয় এনে দিয়েছিল কোস্টারিকার বিপক্ষে। সার্বিয়া তাদের আক্রমণাত্মক খেলা এবং ইচ্ছাকে বজায় রাখবে এটিই জানিয়েছেন কোলারভ। শুক্রবার গ্রুপ ই’র দ্বিতীয় ম্যাচে কলিনিনগ্রাদে মুখোমুখি হবে সার্বিয়া ও সুইজারল্যান্ড। বলকান দেশটি সুইজারল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করারই প্রত্যাশা করছে। সার্ব তারকা ফুটবলার কোলারভ বলেন, ‘আমরা যদি ড্র করার ইচ্ছা নিয়ে খেলি তাহলে আমাদের পক্ষে ভালো করা সম্ভব নয়। অবশ্যই আমরা জয়ের মানসিকতা নিয়ে খেলব সুইসদের বিপক্ষে।’ সুইজারল্যান্ড ব্রাজিলের বিপক্ষে বেশ শক্তি ও শরীরনির্ভর খেলাই খেলেছে। সেলেকাওদের তুরুপের তাস নেইমারকে তারা ম্যাচে ফাউল করেছে ১০ বার। স্টিভেন জুভের হেড থেকে গোল করে সুইসদের একটি মহামূল্যবান পয়েন্ট এনে দেয়। যদিও এই গোলটি নিয়ে বিতর্ক আছে। সার্বিয়ান কোচ স্লাদান ক্রাস্টাসিচ সুইস পত্রিকা ব্লিককে বলেন, ‘সুইজারল্যান্ড বেশ শক্তিশালী দল, সুসংহত এবং অভিজ্ঞ।’ সুইস কোচ ভøাদিমির পেটকোভিচ বলেন, ‘সার্বিয়া এবং বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য আমাদের দলের তারকা ভ্যালন বাহরিমিকে প্রয়োজন।’ থাই ইনজুরির জন্য এই সুইস ফুটবলারের খেলা নিয়ে কিছুটা সংশয় ছিল। অবসাদ ও কান্তি সুইসদের প্রধান বাধা হতে পারে।


আরো সংবাদ



premium cement
পাংশায় সজনে পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু কক্সবাজারে পুলিশের অভিযানে সাড়ে ১২ লাখ ইয়াবা জব্দ প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই নোয়াখালীতে ফের নতুন গ্যাস কূপের সন্ধান, খনন উদ্বোধন বরিশালে তীব্র তাপদাহে ৩ স্কুলছাত্রী অসুস্থ বগুড়ায় জব মেলায় চাকরি পেলেন বেকার প্রকৌশলীরা গণতন্ত্রকে ধ্বংস করার নীলনকশা থামছে না : রিজভী তাজউদ্দীন মেডিক্যাল দুদকের অভিযান : নানা অনিয়ম-দুর্নীতির তথ্য মিলেছে পূর্ব কালুরঘাটে বেইলিব্রিজে টেম্পু চাপায় কলেজশিক্ষার্থী নিহত কুবি শিক্ষকদের ওপর হামলায় নেতৃত্ব দেয়া ছাত্রলীগের ৮ নেতাকর্মী শনাক্ত দিনাজপুরে পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ, গুলিতে নিহত ১

সকল