২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্রি য় জ ন প ঙ্ ক্তি মা লা

-

সুমন আহমেদ
বাসন্তিকা

তোমার আগমনে ঢেউ তুলে, পড়ন্ত বিকেলের
বৈরী বাতাসÑ বুকের সীমাহীন পাথারে
তোমার লাল শাড়ির উষ্ণতায়Ñ
নতুনত্বের আহ্বান জানিয়ে
বসন্ত নামেÑ বৃক্ষের ডালে-ডালে,
শিমুল, পলাশ ও কৃষ্ণচূড়ার আভায়।
যেন হাজার বছর ধরে, এক পৃথিবীর মায়ায় পড়ে
দুইয়ে মিলে এক হয়ে
অনন্তকাল বেঁচে থাকার স্বপ্ন বুনেÑ
হৃদগহিনে সুখের বার্তা জানিয়ে;
আমার পৃথিবীতে, তোমার নামে কোকিল
গাইছে ভালোবাসার গান।
পথের মায়ায় পথ হারায়;
আর তোমার মায়ায় আমি...
এক জীবনে চব্বিশটি বসন্ত পার করেছিÑ
শুধু তোমারই প্রতীক্ষায়, হে বাসন্তিকা!
তারাবুলোছ, লেবানন

হাসান সাইদুল
কষ্ট পাওয়ার কষ্ট

প্রতিনিয়ত নিজকে পোড়াতে হয়
ভেঙে চুরমার করে ছুড়ে ফেলতে হয়
ধূলিময় এ শহরেÑ বেঁচে থাকার প্রত্যয়ে।
দিন শেষে দুঃখ-ক্লেদ মুছে
আবারও গড়ি নিজকে
এ তো বেঁচে থাকার অধিকার।
দেহে প্রাণ আছেÑ
এর চেয়ে আর ভালো থাকা কী আছে?
কারো কারো বেঁচে থাকাই বড় পাওয়া!
ভালো থাকার মাঝেও কষ্ট পেতে হয়
কষ্ট দূর করার প্রয়াসে।
প্রতিনিয়ত অদৃশ্য অভাব শূন্যতায় ভাসায়
কষ্টের দহনে জর্জরিত হৃদয়ের দেয়াল
কষ্টের জন্য কষ্ট হয়Ñ
দেহে প্রাণ আছে বলে।
মৃত্যুই মানুষকে পূর্ণ করে!
বেঁচে আছি শূন্যতা নিয়েÑ
প্রতিনিয়ত নিজকে পোড়াই
কষ্ট পাওয়ার কষ্টে বেঁচে আছি বলে।
ঢাকা

রুহুল আমিন রাকিব
বসন্ত এলো

গাছের শাখে কিচিরমিচির
ডাকে হরেক পাখি
প্রকৃতিতে সুখের আবেশ
অবাক চেয়ে থাকি।
আমের বনে ভ্রমর উড়ে
প্রজাপতি ফুলে
মাঠের বুকে সবুজ ফসল
হিমেল হাওয়ায় দুলে।
নদীর কূলে সারি সারি
দুধরাঙা শ্বেত বক
আকাশপানে তাকিয়ে দেখি
করছে যে ফক ফক।
শিমুল পলাশ মিষ্টি হাসে
গোলাপ একটু বেশি
আউলা বাতাস ছুটছে যেন
আহা এলোকেশি!
কোকিল ডাকে মিষ্টি সুরে
সঙ্গী হলদে পাখি
বসন্ত এলো, এলো বসন্ত
বলছে সবাই ডাকি।
সফিপুর, গাজীপুর

মীনা উজ্জ্বল
কথা ছিল

কথা ছিল কথা রাখার
কথা ছিল পথ হারাবার,
কথা ছিল বিকেল গায়ে
বুক পকেটে সন্ধ্যে গুঁজে রাত্রি কেনার,
কথা ছিল গল্প বলার
কথা ছিল সুবাস মাখার
কথা ছিল পাল তোলা নায়
ছলাত ছলাত ঢেউয়ের বুকে চন্দ্র দেখার,
কথা ছিল চমকে দেয়ার
কথা ছিল ফুল ফোটাবার
কথা ছিল দেয়াল জুড়ে
লাল-গোলাপি নকশা আঁকা স্বপ্ন বাঁধার,
কথা ছিল, কথা আছে
আমি আছি, তুমি আছো
শুধু নেই বিকেল যত
হারিয়ে গেছে রাত্রি শত
বুক পকেটে নানান নেশায়
পথ ভুলে যায় পথের দিশা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আল-মাসুদ হক মিঠুল
রাতের শরীর কাটে ঘুণপোকা

আকুতির ডানা মেলে উড়ে যায় হাজারো সংশয়ী ব্যথা
বারোমাসি স্নানে ধুয়ে মুছে যায় আঁধারের বুক।
ঘুঙুরের শব্দে রাতের শরীর কাটে ঘুণপোকা!
অনাবাদি বুকের জমিনে চাষ হয় অব্যক্ত ইচ্ছেধারী স্বপ্ন
জানালার কার্নিশ বেয়ে চুয়ে পড়ে বেদনার জল!
বাস্তবিক দুনিয়ায়,
শালিক দম্পতির সংসারে তাম্রলিপি প্রেমÑ
তবু ভেঙে যায় না সংসার; ভেস্তে যায় না
বোধ্য ভালোবাসার বাস্তবিক তরী!
চাপারহাট, লালমনিরহাট


আরো সংবাদ



premium cement
দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সকল