২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সাত্তার আলীর গরু

-

কৃষক সাত্তার আলীর গরুটি ছিল খুব দুষ্টু। এটি সব সময় মানুষকে শিং দিয়ে গুঁতা দিত। তাই মানুষ এ গরু দেখে খুব ভয় পেত। একদিন সাত্তার আলী দেখল গরুটি মানুষকে শিং দিয়ে গুঁতা দিচ্ছে এবং মানুষও গরুটিকে দেখে খুব ভয় পাচ্ছে। সেই দিন রাতে সাত্তার আলী সিদ্ধান্ত নিল, গরুটিকে সে বিক্রি করে দেবে। তাই সে তার স্ত্রীকে বলল। তখন গরুটি সেই সব কথা শুনে ফেলল। তখন গরুটি ভাবল যে, সে আর কোনো দিন মানুষকে গুঁতা দেবে না।
তার পরদিন সাত্তার আলী দেখল গরুটি আর কাউকে গুঁতা দিচ্ছে না। চুপচাপ মাথা নিচু করে ঘাস খাচ্ছে এবং মানুষও গরুটিকে দেখে ভয় পাচ্ছে না। সাত্তার আলী আরো দেখল যে গরুটির সামনে দিয়ে একটা ছেলেশিশু যাচ্ছিল। গরুটি কিছু না করে মাথা নিচু করে রইল। ছেলেটি আরো কাছে গেলে গরুটি হাম্বা বলে ডাকল এবং তার শরীর চেটে আদর করল। এ সময় ছেলেটির মা এসে ছেলেটিকে নিয়ে গেল। তখন সাত্তার আলী বুঝল যে, গরুটি ভালো হয়ে গেছে। তখন থেকেই সাত্তার আলী সিদ্ধান্ত নিল যে, সে আর গরুটিকে বিক্রি করবে না। গরুটিও খুব ভালো হয়ে গেল।

লেখিকা : চতুর্থ শ্রেণীর ছাত্রী; ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


আরো সংবাদ



premium cement