২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

অঞ্জনসের বসন্ত আয়োজন

-

ষড় ঋতুর দেশ বাংলাদেশ। বাঙালির প্রিয় ঋতু বসন্ত। প্রকৃতিতে এখন বসন্তের ছোঁয়া। বসন্ত মানেই প্রকৃতির চারদিকে ছড়িয়ে থাকা রঙের ছড়াছড়ি। এ জন্য বসন্ত সবাইকে আলাদাভাবে আকৃষ্ট করে। বসন্তের এই রূপকে বরণ করে নেয়ার জন্য মুখিয়ে থাকেন তরুণ-তরুণীরা। বসন্তের এই উৎসবমুখর এ দিনটিকে উদযাপন করার জন্য অঞ্জনস প্রতি বছর বিশেষ আয়োজন করে থাকে।
ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, টপস নিয়ে অঞ্জনসের এবারের বসন্ত আয়োজন। এ ছাড়াও বিভিন্ন ডিজাইনের গয়না পাওয়া যাবে এবারের আয়োজনে।। শিশু- কিশোরদের জন্যও বিশেষ আয়োজন থাকছে। এবারের থিম হিসেবে বেছে নেয়া হয়েছে ফ্লোরাল ও জ্যামিতিক মোটিফ। হলুদ, কমলা, বাসন্তী, জলপাই ও সবুজ রঙ বেশি প্রাধান্য পেয়েছে এবারের বসন্তের আয়োজনে। ডিজাইনেও বেশ বৈচিত্র্য থাকছে। প্রতিটি পোশাকে উজ্জ্বল রঙের প্রাধান্য পেয়েছে। কাপড় হিসেবে বেছে নেয়া হয়েছে কটন, ভয়েল, লিলেন কটন এবারের বসন্তের আয়োজনে।


আরো সংবাদ



premium cement