২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
রংপুর-৩ উপনির্বাচন

বিএনপি প্রার্থী মনগড়া অভিযোগ করছেন : সাদ এরশাদ

সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় পার্টি ও মহাজোট মনোনিত প্রার্থী সাদ এরশাদ - নয়া দিগন্ত

রংপুর-৩ শুন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি ও মহাজোট মনোনিত প্রার্থী সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ) বলেছেন, ভোটার উপস্থিতি কম হলেও লাঙ্গলের বিজয় নিশ্চিত দেখে বিএনপির প্রার্থী নির্বাচন কমিশন এবং প্রশাসনের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলেছেন। শনিবার বেলা আড়াইটায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

সাদ এরশাদ বলেন, সকালের দিকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে উপস্থিতি বাড়ছে। যত বেশি ভোটার বাড়বে তত বেশি ভোট পেয়ে আমি নির্বাচিত হবো। মাঠে যখন লাঙ্গলের ভোটারদের সরব উপস্থিতি, তখন বিএনপি প্রার্থী মিডিয়া এবং অভিযোগ নির্ভর হয়ে গেছেন। তারা প্রশাসনের বিরুদ্ধে ভোট টেম্পারিং, কারচুপি এবং তাদের নেতাকর্মীদের হয়রানির অভিযোগ তুলেছেন। বিষয়টি সত্য নয়।

সাদ এরশাদ বলেন, ইভিএমের উপর আমার এবং ভোটারদের আস্থা আছে। বিএনপির নেই। কোনো ভোট কারচুপি হবে না। যা ভোট পড়বে। সেই ভোটেই লাঙ্গল বিজয়ী হবে ইনশাল্লাহ।


আরো সংবাদ



premium cement