০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ইউপি উপ-নির্বাচনে আওয়ামী লীগ ধরাশায়ী

- ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে সোমবার কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। স্বতন্ত্র প্রার্থী রুবেল আমিন শিমুল মোটর সাইকেল প্রতীকে ৫ হাজার ৩৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম প্রধান চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৩১ ভোট।

এ ছাড়াও আনারস প্রতীকে আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম কাদির মিঠু ৪ হাজার ৪৭৯ ভোট , আওয়ামী লীগ প্রার্থী মুন্সি রেজওয়ানুর রহমান নৌকা প্রতীকে ৪ হাজার ৪৪১ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াৎ হোসেন সোহেল ঘোড়া প্রতীকে ৫৭৭ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, এ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান উপজেলা পরিষদের চেয়াম্যান নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement