২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দিনাজপুরে নাশকতা মামলায় ৭ জামায়াত কর্মী জেলে

-

নাশকতা মামলায় দিনাজপুরের নবাবগঞ্জের ৭ জামায়াত-শিবির নেতাদের বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ২টায় দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বনাথ মন্ডলের আদালতে জেলার নবাবগঞ্জ উপজেলার ৭ জামায়াত-শিবির নেতাদের নাশকতা মামলার আসামী হিসেবে আত্মসমর্পন করে জামিনের আবেদন করে।

বিচারক তাদের আইনজীবীর বক্তব্য শ্রবণ করে ওই ৭ জামায়াত-শিবির নেতাদের জামিন আবেদন নাকচ করেন এবং সকল আসামীকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

বিচারকের আদেশের পর আজ মঙ্গলবার সন্ধ্যায় কড়া পুলিশী নিরাপত্তায় তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। এরা হলেন হলেন নবাবগঞ্জ উপজেলার শালকুড়িয়া গ্রামের সাইদুর রহমান (২৭), ভাদুরিয়া বাজারের নবাব আলী (৫২) ও আব্দুল মালেক (৪৮), মল্লিকপুর গ্রামের শফিকুল ইসলাম (৩০) ও জাফর আলী (৫০), কৃষ্টপুর গ্রামের ময়েন উদ্দীন (৫৫) ও শামসুল আলম (২৮)।


আরো সংবাদ



premium cement