০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


লালমনিরহাট জেলা আমিরসহ ২ জেএমবি সদস্য গ্রেফতার

-

রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে জেএমবির লালমনিরহাট জেলা আমীর সাইদুজ্জামান বাবুসহ ২ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এসময় তাদের কাছ থেকে জিহাদী বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শনিবার সন্ধায় তাদের গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে র‌্যাব-১৩ রংপুরের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে মিডিয়া কর্মকর্তা এএসপি খন্দকার গোলাম মোস্তফা জানান, র‌্যাবের রংপুর জঙ্গি সেলের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার বগুড়া মহাসড়কে মডার্ণ ব্রীজের পশ্বিম পাশে খাল পাড়ার ফেরদৌস আলম মুকুলের পতিত ফাঁকা জমিতে অভিযান চালিয়ে জেএমবি’র সক্রিয় সদস্য আবু সাদেক সাইদুজ্জামান বাবু ওরফে আমির হামজাকে (৪৬) গ্রেফতার করে।
হামজা লালমনিরহাটের পাটগ্রাম থানার বানিয়াপাড়ার রসুলগঞ্জ এলাকার মৃত ওসমান গণির পুত্র। এসময় তার কাছ থেকে জঙ্গিবাদি ৩২ টি বই, ১২০টি লিফলেট, ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ১টি ম্যাগাজিন, ৩টি সীম ও ০২টি মোবাইল সেট উদ্ধার করেন।
র‌্যাব জানায়, গ্রেফতার আবু সাদেক সাইদুজ্জামান বাবু ওরফে আমির হামজা লালমনিরহাট জেলা জেএমবির দাওয়াতে আমির হিসেবে কার্যক্রম চালাচ্ছিল। তিনি জঙ্গিবাদের আড়ালে “ওহির আলো” নামে একটি কিন্ডার গার্ডেন স্কুল পরিচালনা করে আসছিল। তিনি পাটগ্রাম পৌরসভায় ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিল।
র‌্যাব আরও জানায়, র‌্যাবের অপর একটি দল একই সময়ে বাবুর স্বীকারোক্তিতে লালমনিরহাটের পাটগ্রাম বাজার নাবিল কাউন্টার সংলগ্ন পশ্চিম চৌরঙ্গী মোড়, দহগ্রাম রোড তালিম কম্পিউটার পয়েন্ট এর দোকান ঘরে অভিযান চালিয়ে জেএমবি’র সক্রিয় সদস্য মোঃ তালিম প্রধানকে গ্রেুফতার করে। তালিম ওই উপজেলার রসুলগঞ্জের সাহেব ডাঙ্গার মৃত মোবারক আলী প্রধানের পুত্র।
এসময় তার কাছ থেকে বই, ১০০টি লিফলেট, ১ টি পুরাতন ব্যবহৃত সিপিইউ, ২টি মোবাইল ফোন এবং ০৪টি সীমকার্ড উদ্ধার করে।
র‌্যাব কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, প্রায় ২ বছর যাবৎ গোপনে জেএমবি'র সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছিল। জঙ্গি সংগঠনে তরুণদের উদ্ভূদ্ধকরণ, নতুন জঙ্গি সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহিত অর্থ দ্বারা অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকান্ডে তারা লিপ্ত থাকার স্বীকার করে। গ্রেফতারকৃত জঙ্গিদের তথ্যমতে অত্র অঞ্চলসহ বৃহত্তর রংপুর এলাকায় তাদের বিভিন্ন রকমের নাশকতার পরিকল্পনা ছিল। তাদের সংগঠনের সাথে জড়িত অন্যান্যদের ব্যাপারে গোপন অনুসন্ধান চালানো হচ্ছে।


আরো সংবাদ



premium cement
কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর রাফা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার আদেশে হামাসের প্রতিক্রিয়া হিলি বন্দর দিয়ে ১৪ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর : মন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি’র সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী টর্চার সেলে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন : হারুন গাজা ত্যাগ করবে না ইউএনআরডব্লিউএ শৈলকুপায় সাংবাদিক মফিজুলের ওপর হামলা : প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের : রিজভী অনলাইন জুয়ায় ২০ লাখ টাকা হেরে যুবকের আত্মহত্যা

সকল