২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ভারতে আটক থাকার পর হিলি দিয়ে দেশে ফিরেছে ৪ শিশু-কিশোর

-

ভারতের শিশু শোধনাগারে ১৫ থেকে ২৩ মাস আটক থাকার পর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৪ শিশু-কিশোর।

আজ বুধবার দুপুরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ইমিগ্রেশন চেকপোস্টে গেটের শূন্য রেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশ, বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে এসব শিশু-কিশোরদের হস্তান্তর করেন।

এরা হলো নওগাঁর ইমন ইসলাম, সাগর হোসেন, দিনাজপুরের রাশিদুল ইসলাম ও ঝিনাইদহের শাহ জামাল। তাদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে।

হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এসব কিশোররা প্রায় দেড় থেকে দুই বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে সেদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে ভারতের দক্ষিণ দিনাজপুর শিশু শোধনাগারে পাঠায়। সেখানে ১৫ থেকে ২৩ মাস আটক থাকার পর দু’দেশের আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফিরে আনা শিশু-কিশোরদের তাদের অভিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement