০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : পরিকল্পনামন্ত্রী

-

বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীর উপর অর্জুনপুর সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান এমপি। বৃহস্পতিবার ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। জাতির পিতার যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন মেগা প্রজেক্টের মাধ্যমে দেশকে সুষম উন্নয়নে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আনতে সক্ষম হয়েছি। এদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। যাতে দেশের উন্নয়ন তাদের কারণে ব্যহত না হয়।’

শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টিএমএসএস’র পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া বিএমএ সাধারণ সম্পাদক ও শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের (শজিএেশ) উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল বক্তব্য রাখেন।

এর আগে পার্শ্ববর্তী শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান ।

উল্লেখ্য, শিবগঞ্জের পৌরবাসীর বহু দিনের দাবি করতোয়া নদীর উপর অর্জুনপুর সেতুর নির্মাণ। ৭২ মিটার গার্ডারের এ সেতু নির্মাণ হলে শিবগঞ্জ থেকে অর্জুনপুরের যোগাযোগ সহজ হবে। এখানকার হাজার হাজার মানুষ অল্প সময়ের মধ্যে নিত্যদিনের বিভিন্ন কাজে উপজেলা সদরের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন।


আরো সংবাদ



premium cement
গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : ছাত্রশিবির দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে হত্যা, বাবা ও ভাই গ্রেফতার বন্যাবিধ্বস্ত কেনিয়া ও তানজানিয়ায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি রাজধানীতে লেকে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু ইসরাইলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিতে ৬ জনকে কুপিয়ে জখম মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবনতি হচ্ছে কেন সোনাতলায় ২ আ’লীগ নেতা বিনাভোটে ভাইস চেয়ারম্যান

সকল