০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ইয়াছিনের খপ্পরে পরে সর্বশান্ত ২০ পরিবার

- ছবি : সংগৃহীত

প্রতারক ইয়াছিনের খপ্পরে পরে সর্বশান্ত অসহায় ২০ পরিবার। প্রতারণার এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের পশ্চিম বংকিরাট গ্রামে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানা গেছে, ওই গ্রামের আব্দুল খালেক শাহের ছেলে পশ্চিম বংকিরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নাইটগার্ড ইয়াছিন আলী। একই গ্রামের অসহায় আমিন প্রাং, রিপন হোসেন, ইব্রাহীম, বাচ্চু, শাহজাহান, রন্জু, শমসের শাহ, রেজাউল ও আফজাল শাহ, মোহনপুর গ্রামের হেলাল উদ্দিন, সোহাগ কন্ডু, গোলাম মোস্তফা, গোলাম কিবরিয়া, আবু তোহা ও মো: শান্ত এবং দহকুলা গ্রামের শ্রী কানন, গোবিন্ধপুর গ্রামের তাহের হোসেন ও রুদ্ধগাতির মো: শাহাদৎ হোসেনের কাছ থেকে বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করে।

অসহায় পরিবারগুলো জানান, এক বছরের বেশি সময় প্রতারক ইয়াছিন আমাদের টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করে আছে। এখন ওই টাকার সুদ দিতেই হিমশিম খেতে হচ্ছে।

এবিষয়ে বক্তব্য নিতে ইয়াছিনের মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

এদিকে ইয়াছিন দীর্ঘ এক বছরেরও বেশি সময় তার কর্মস্থল পশ্চিম বংকিরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিত থেকে চাকুরীতে বহাল তবিয়তে।

এলাকাবাসীর অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির সাথে যোগসাজশে ইয়াছিন কর্মস্থলে না থেকেও চাকুরীতে বহাল তবিয়কে আছেন।

এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মো: আবু সাইদ ইয়াছিনের অনুপস্থিতির বিষয় স্বীকার করে বলেন, বিষয়টি উর্দ্ধতন কতৃর্পক্ষকে অবগত করা হয়েছে।

এবিষয়ে উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসার এম জিয়া আর মাহমুদ ইজদানি বলেন, আগামী শিক্ষা কমিটির সভায় ইয়াছিনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
গাজায় হামাস যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চান্দিনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আমলা ও পুলিশদের বিজেপির হয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে, অভিযোগ মমতার এডিবি প্রেসিডেন্টের সাথে অর্থমন্ত্রীর বৈঠক সিরাজদিখানে শিশু অপহরণ, থানায় অভিযোগ প্রিমিয়াম আবায়া হিজাবের জন্য মহিলাদের পছন্দের শীর্ষে মডেস্ট কালেকশনের প্রোডাক্ট সামিট করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল শিবপুরে হিট স্ট্রোকে কৃষিশ্রমিকের মৃত্যু সিলেট আদালত চত্বরে পুলিশ ও আইনজীবীর হাতাহাতি সিলেটে বজ্রপাতে কৃষকের মৃত্যু তাপপ্রবাহকে ‘দুর্যোগ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

সকল