০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


নির্বাচনে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ইসি রফিকুল ইসলাম

নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম
নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম বলেছেন, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কারণ নির্বাচন সুষ্ঠু করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ও আন্তরিক। কে নির্বাচিত হবে, কোন দল থেকে নির্বাচিত হবে, এটা আপনার দেখার দরকার নেই। আর যদি নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে দয়া দেখান, তবে এর ফল পরবর্তীতে আপনাকেই ভোগ করতে হবে।

তিনি আরো বলেন, উত্তর অঞ্চল শান্তি প্রিয় অঞ্চল। এই শান্তি প্রিয় ও ভালো মানুষগুলোকে নিয়ে উপজেলার প্রথম ধাপের নির্বাচন করতে চাই। যাতে কোন বিছিন্ন ঘটনা না ঘটে এর জন্য সব ধরণের ব্যবস্থা নেব। আইন শৃংখলা ও পুলিশ প্রশাসনকে বলা রয়েছে, আইনের যথাযথ প্রয়োগ থাকবে।

তিনি আরো বলেন, নির্বাচন কিন্তু আপনারা করেন। কাগজপত্র সব আপনাদের কাছে থাকে। আমরা শুধু নির্বাচন ব্যবস্থাকে নীতির মধ্যে এনে দেই। তাই আপনাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার দুপুর ১২টায় সিংড়া দমদমা স্কুল ও কলেজে উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠ ও সুন্দর করতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম, সিংড়া উপজেলা নির্বাচন অফিসার সাইফুল আলম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল