২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের উপর হামলা

হামলায় ভাংচুর হওয়া গাড়ি - নয়া দিগন্ত

পাবনা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনি গাড়ির ভিতরেই ছিলেন বলে জানা যায়। বর্তমানে তিনি সাঁথিয়া থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। এতে ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে অধ্যাপক আবু সাইয়িদ থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানা গেছে।

জানা গেছে, বেড়া উপজেলার নিজ বাসা থেকে সাঁথিয়ার ধোপাদহ এলাকায় নির্বাচনী জনসভায় যাচ্ছিলেন অধ্যাপক আবু সাইয়িদ। বেলা ১১টার দিকে তার গাড়িবহরটি সাঁথিয়া বাজারের শিমুলতলা মোড়ে পৌঁছালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তার দুটি গাড়ি ভাঙচুর করা হয়।

পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সাঁথিয়া থানায় নিয়ে যান।

সাঁথিয়া থানা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, তিনি (অধ্যাপক আবু সাইয়িদ) আমাদের হেফাজতে আছেন। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যাবস্থা নিব।

আওয়ামী লীগের সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী মাস খানেক আগে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন। এরপর তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল ইসলাম টুকু।


আরো সংবাদ



premium cement