২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচিত হলে ৩০ বছরের মহাপরিকল্পনা নেব : তাপস

- নয়া দিগন্ত

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নিবৃাচিত হলে পুরান ঢাকাকে উন্নত রাজধানীর অংশ করতে ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার বিকেলে রাজধানীর ডেমরায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এ কথা জানান।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা ঢাকাবা‌সীর উন্নয়নের জন্য যে রূপরেখা দিয়েছি তা সাদরে গ্রহণ করেছে মানুষ। এই এলাকায় আমরা ঢাকা সিটি কর্পোরেশনের আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করব। উন্নত টাকা গড়ার লক্ষ্যে আমরা ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করবো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আধুনিক নগরীতে রূপা‌ন্তরিত করতে মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করব। নির্বাচিত হলে প্রথম ৯০ দিনের মধ্যে সব নাগরিক সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেব।

তিনি বলেন, আমরা যেখানে যাচ্ছি জনসাধারণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশা করি আগামী ১ ফেব্রুয়ারি ঢাকাবাসী বিপুল ভোটে আমাদেরকে জয়যুক্ত করবেন।

তাপস বলেন, আমরা নির্বাচিত হলে দায়িত্বগ্রহণের সাথে সাথে ঢাকাবা‌সীর সব নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা আমাদের ২৪ ঘণ্টা নিয়জিত করব।


আরো সংবাদ



premium cement