২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বন্যা দুর্গত মানুষের প্রতি সরকারের অবহেলায় নিন্দা গণফোরমের

- ফাইল ছবি

বন্যা দুর্গত মানুষের প্রতি সরকারের অবহেলা, উদাসীনতা এবং সুষ্ঠু ত্রাণ বিতরণে বিলম্ব ও অনিয়মের তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরাম নেতৃবৃন্দ।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে মতিঝিলস্থ চেম্বার বিল্ডিং-এ এক জরুরী সভায় এ নিন্দা জানান হয়।

সভা থেকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বন্যার্তদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি বন্যায় শিশু মৃত্যুসহ জানমালের ব্যাপক অপূরণীয় ক্ষতির জন্য সমবেদনা জানান তিনি।

সভায় বলা হয়, শিশু মৃত্যুসহ জানমালের ব্যাপক অপূরণীয় ক্ষতির জন্য সমবেদনা প্রকাশ করছে।

সভায় বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, সভাপতি পরিষদ সদস্য মেজর জেনারেল অব. আমসাআ আমিন, এডভোকেট মহসিন রশীদ, মেসবাহউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজর অব. আমীন আহমেদ আফসারী, দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন।

সভাপতি পরিষদ সদস্য মেজর জেনারেল অব. আমসাআ আমিনের নেতৃত্বে একটি ত্রাণটিম রংপুর বন্যা দুর্গত এলাকায় রওনা দিয়েছেন।


আরো সংবাদ



premium cement