২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভারতে সংখ্যালঘুদের উপর জুলুম-নির্যাতনের ঘটনায় জামায়াতের উদ্বেগ

-

বিগত কয়েক বছর ধরে ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের উপর যে জুলুম-নির্যাতন চলছে তাতে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান আজ মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে মুসলমানসহ সকল সংখ্যালঘু সম্প্রদায় যেন তাদের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক অধিকার এবং জানমালের নিরাপত্তার নিশ্চয়তাসহ শান্তিতে বসবাস করতে পারে, তা ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিশে^র সকল শান্তিপ্রিয় মানুষের কাম্য।’

তিনি আরো বলেন, ‘গত কয়েক বছর যাবত ভারতের সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের উপর যে জুলুম-নির্যাতন চলছে তা সকল বিবেকবান মানুষকে আহত করেছে। আমরা আশা করি ভারত সরকার সে দেশের সংখ্যালঘুদের হত্যার বিশেষ করে মুসলমান হত্যার সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সেই সাথে মুসলমানসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’


আরো সংবাদ



premium cement