২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


টিআইবির প্রতিবেদন নিছক মিথ্যাচার : রুবানা

টিআইবির প্রতিবেদন নিছক মিথ্যাচার : রুবানা - নয়া দিগন্ত

রানা প্লাজা নিয়ে অ্যাকশন এইডের প্রতিবেদন অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রেসিডেন্ট রুবানা হক। এছাড়া টিআইবি প্রকাশিত প্রতিবেদন নিয়েও মন্তব্য করেন তিনি। রুবানা হক বলেন, ‘পোশাক খাত নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে মালিকরা শ্রমিকদের দেখাশোনা করেন না, এটি নিছক মিথ্যাচার ছাড়া কিছু নয়।’

তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা শ্রমিক অধিকারের চেয়ে রপ্তানি বাড়াতে ও ব্যবসা টিকিয়ে রাখার বিষয়ে প্রাধান্য দেন টিআইবির এমন প্রতিবেদন একপেশে বলে মন্তব্য করেন তিনি।

রানা প্লাজা ট্র্যাজেডির বর্ষপূর্তিতে মঙ্গলবার রাতে জুরাইন কবরস্থানে নিহতদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন রুবানা হক।

রুবানা হক বলেন, ‘২৪ এপ্রিল রানা প্লাজার ঘটনা, ২৩ এপ্রিল যারা রিপোর্ট প্রকাশ করেন, কেন যে করেন আমি এটা বুঝি না। প্রত্যেক বছরই তাঁরা এটা করেন। এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। একপেশে কথা না বলাই ভালো। শ্রমিকের অধিকার যদি আমরা না দেখতাম, বাংলাদেশের এক্সপোর্ট বাড়ত না, সবাই চলে যেত। আমরা কিন্তু রানা প্লাজার পর ঘুরে দাঁড়িয়েছি, সম্পূর্ণ নতুন শক্তি নিয়ে। বাংলাদেশের পোশাকশিল্প সিসিফাস পাখির মতো। আমরা সব সময় মাটি থেকে উঠে আসতে পারি। আমি কোনোমতেই মনে করি না কথাটি সত্য। এটি একেবারেই নিছক মিথ্যাচার।’

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের নয়তলা ভবন রানা প্লাজায় থাকা গার্মেন্ট কারখানা ধসে পড়ে এক হাজার ১৭৫ জনের মৃত্যু হয়। পোশাক খাতের মর্মান্তিক এ ঘটনা বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

 


আরো সংবাদ



premium cement