২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

খালেদা জিয়ার ভোটে থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

-

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা সে বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত দেবেন হাইকোর্ট।

বিএনপি প্রধান খালেদা জিয়া বগুড়া-৬ ও বগুড়া-৭ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নগুলো বাতিল করে দেন।

এরপর বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশনে আপিল করেন কিন্তু ইসি তার আপিল খারিজ করে দেন। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে তার আইনজীবীরা হাইকোর্টে রিট করেন। সোমবার রিট শুনানির জন্য নির্ধারণ করেছেন হাইকোর্ট।

এর আগে ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিন আসনের সবকটির মনোনয়নপত্র বাতিল করা হয়।


আরো সংবাদ



premium cement