২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ঐক্যফ্রন্টের ইশতেহারে কী থাকছে

ঐক্যফ্রন্টের ইশতেহারে কী থাকছে - সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর এখন ইশতেহারের দিকে তাকিয়ে ভোটাররা। সরকার দলীয় ও বিরোধী উভয় জোটই ইশতেহারে চমক দিয়ে ভোটারদের মনজয় করতে চাইবেন। আর এই ইশতেহার তৈরী করতে কমিটি গঠন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এরই মধ্যে এই কমিটির ছয়জন সদস্যের নাম শোনা গেছে। 

মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত ফ্রন্টের বৈঠকে এ কমিটি গঠন করা হয়।

ঐক্যফ্রন্টের দায়িত্বশীল দুই নেতা জানান, ইশতেহার তৈরির কমিটিতে বিএনপি থেকে মাহফুজ উল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী আছেন।

ফ্রন্টের একাধিক নেতা জানান, বিএনপি ইতোমধ্যেই ভিশন ২০৩০ ঘোষণা করেছে। এই ভিশনকে সামনে রেখেই ইশতেহার প্রণয়নে বসবে কমিটি। এছাড়া, আরও বিভিন্ন উপায় অবলম্বন করে মানুষের সামনে একটি দায়িত্বশীল ও তরুণদের আগ্রহী করে তোলে, এমন ইশতেহারই ফ্রন্টের লক্ষ্য বলে জানান এসব নেতা।


আরো সংবাদ



premium cement