২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সন্তানকে বাঁচাতে বন্য কুকুরদের সাথে একাই লড়াই করলো মা সিংহ (ভিডিও)

সিংহী
সন্তানদের বাঁচাতে সাহসী মা সিংহের লড়াই - সংগৃহীত

মা, সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারেন। পাশাপাশি সন্তানকে বাঁচাতে লড়াই চালিয়ে যেতে পারেন শেষ মুহূর্ত পর্যন্ত। তেমনটাই করলো এক সাহসী মা সিংহ। সন্তানদের বাঁচাতে একাই যুদ্ধ চালিয়ে গেল সে।

হ্যাঁ, যুদ্ধই বলা চলে। যেভাবে বন্য কুকুরদের দলের সাথে লড়াই করেছে সে, তাতে হতভম্ব না হয়ে পারা যায় না।

ঘটনাটি ঘটেছে আফ্রিকার বতসোয়ানার মোরেমি গেম রিজার্ভে। অন্য দিনের মতো সেখানে গাড়ি নিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিরেন শালিন ফারনান্দো। হঠাৎ তিনি দেখতে পান, এক মা সিংহকে ঘিরে আছে এক দল বন্য কুকুর। তাদের চোখ সিংহীর সন্তানদের ওপর। লোলুপ দৃষ্টি সিংহ শাবকদের ছিড়ে কুড়ে খাওয়ার।

মা সিংহকে ঘিরে আছে বন্য কুকুরের দল

 

 

কিন্তু সেই দৃষ্টি মা সিংহীকে দুবর্ল নয়, বরঞ্চ সাহস বাড়িয়ে দেয়। সন্তানদের বাঁচাতে সর্বশক্তি সঞ্চয় করতে থাকে। ধীরে ধীরে বন্য কুকুরগুলো মা সিংহকে ঘিরে ধরে। তেড়ে যায় সিংহী। যুদ্ধের মাঠে তাণ্ডব চালায় একাই। ঘুরে ঘুরে বন্য কুকুরদের শায়েস্তা করতে থাকে। ততক্ষণে সিংহ শাবক দেয় ছুট। আর মা একাই লড়াই চালিয়ে যায়।

এক পর্যায়ে কামড় বসায় এক কুকুরের ঘাড়ে। আছড়ে পাছড়ে নিস্তেজ করে ছাড়ে। তখনো বাকি কুকুরগুলো ঘিরে আছে, একের পর আক্রমণ করছে। কিন্তু সিংহী তাতেও দমে যাচ্ছে না। যুদ্ধক্ষেত্রে লড়াই করেই যাচ্ছে।

এভাবে প্রায় আধা ঘণ্টা চলে যুদ্ধ। ফারনান্দো পুরো ঘটনার সাক্ষী ছিলেন।

বন্য কুকুরদের সাথে লড়ছে সিংহী

 

 

তার ভাষ্য, 'আমি পুরো ঘটনা দেখে যার পর নাই আশ্চর্য হয়েছি। কিভাবে মা সিংহ একাই লড়াই করে যাচ্ছে।'

তবে দুঃখের কথা হলো, বন্য কুকুরদের হাত থেকে সব সন্তানদের বাঁচাতে পারেনি মা। তবে শেষ পর্যন্ত লড়াই করে গেছে।

ফারনান্দো জানান, এই ঘটনার পরদিন বেঁচে যাওয়া সিংহ শাবকটিকে শিকার করতে ঘুর ঘুর করছিল লড়াইয়ে আহত বন্য কুকুরের দল।

 

দেখুন ভিডিওতে -

 

আরো পড়ুন : বিশালাকার সাপের সাথে যুদ্ধে জিতলো ইঁদুর

সাপ আর ইঁদুরের লড়াই দেখেছেন? যারা দেখেছেন, তাদের তো জানা শিকারি সাপ কিভাবে ইঁদুরকে শিকার করে। কিন্তু কখনো উল্টো দেখেছেন? শিকারি ইঁদুর আর শিকার সাপ!

আশ্চর্য হওয়া কিছু নেই। এমনটাই ঘটেছে চীনের গুয়াংডং প্রদেশের পানিংয়ে। অন্য রকম এক লড়াই দেখা গেছে ইঁদুর আর সাপের মধ্যে।

ইঁদুরটা তেড়ে যাচ্ছে সাপের দিকে। আর বেচারা সাপ! প্রথমে খানিক লড়াইয়ের চেষ্টা করলেও ধীরে ধীরে হাল ছেড়ে দেয়।

এই লড়াইয়ের ভিডিও এখন ভাইরাল। ২ জুলাই ভিডিওটি আপলোড করা হয়।

তাতে দেখা যায়, ইঁদুর শেষ পর্যন্ত পরাস্ত করে সাপকে। মাথা কামড়ে সে অদৃশ্য হয়ে যায় ঝোপের ভিতরে।

 

আরো পড়ুন : কমোডের ভেতর কুণ্ডুলি পাকানো সাপ

এখন থেকে কমোডে বসার আগে ভিতরটা একটু ভাল করে দেখে নিবেন- বন্ধুকে এমন পরামর্শই দিয়েছিলেন ভার্জিনিয়ার বাসিন্দা জেমস হুপার। কিন্তু, হঠাৎ এই পরামর্শ কেন দিতে গেলেন তিনি? কারণ দিন কয়েক আগে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হয়েছে তার।

স্থানীয় সংবাদমাধ্যমকে জেমস জানিয়েছেন, টয়লেট গিয়ে দেখেন কমোডের উঁকি মারছে কুণ্ডুলি পাকানো একটি সাপ।

জেমসের ভাষ্য, “প্রথমে এটিকে খেলনা ভেবেছিলাম। কেউ হয়তো তামাশা করতে এমন কাজ করেছে। কিন্তু মাঝে মধ্যেই ওই 'খেলনার' মুখ থেকে জিভ বেরিয়ে আসায় শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যায়। বুঝলাম, ওটা একটা ছোটো সাপ।

এরপর তড়িঘড়ি রুমমেট কেনি স্পুরিলকে ডাকেন জেমস। অনেক চেষ্টায় কমোড থেকে সাপটাকে তোলেন। কিছুক্ষণ পর জেমসের ডাকে সেখানে হাজির হয় ভার্জিনিয়া বিচ অ্যানিম্যাল কন্ট্রলের কর্মীরাও।

প্রাণী দফতরের এক অফিসার জানিয়েছেন, এই সাপটি একেবারেই বিষধর নয়।

ওই সাপকে নিয়ে তোলা কয়েকটি ছবি জেমস ফেসবুকে পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কিন্তু কমোডে এই ধরনের সাপ আসায় ভীষণ অবাক হয়েছেন বলে জানান জেমস। তবে, রহস্যের সমাধান হয়েছে কয়েক দিন পরই।

জানা যায়, ওই সাপটি এক প্রতিবেশীর। দুই সপ্তাহ ধরে নিখোঁজ ছিল সেটি। ফেসবুক থেকে এই খবর জানার পরই প্রাণী দফতরের সাথে যোগাযোগ করেন সেই ব্যক্তি। পোষা সাপটিকে বাড়িতে নিয়ে যান।

দেখুন:

আরো সংবাদ



premium cement