০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


টুইটারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডাকে হত্যার হুমকি

-

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। জাসিন্ডাকে উদ্দেশ করে দেয়া টুইটার পোস্টে এ হুমকি দেয়া হয়। এ হুমকি নিয়ে তদন্ত করছে নিউজিল্যান্ড পুলিশ। এরই মধ্যে ওই টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছে। গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলায় ৫০ জন নিহত হওয়ার পর মুসলিমদের প্রতি সহমর্মিতা ও ঐক্য প্রকাশের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। হামলার পরপরই একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন তিনি। শপথ নিয়েছেন হামলাকারীর নাম কখনো মুখে না আনার। হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথায় হিজাব পরতেও দেখা গেছে তাকে। এবার সে জাসিন্ডাকেই হত্যার হুমকি দিয়ে টুইটারে পোস্ট দেয়া হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে দেয়া টুইটার পোস্টে একটি বন্দুকের ছবি যুক্ত করে লেখা হয় ‘এরপর আপনি’। দ্বিতীয় একটি পোস্টে জাসিন্ডার পাশাপাশি পুলিশকে হুমকি দিয়ে বলা হয় ‘এরপর আপনারা’। ওই পোস্টেও একই রকমের বন্দুকের ছবি যুক্ত করে দেয়া হয়।
নিউজিল্যান্ডের স্থানীয় সময় ২২ মার্চ বিকেল ৪টার আগেই ওই টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়ার ৪৮ ঘণ্টা আগে ওই হুমকিমূলক পোস্ট দেয়া হয়েছিল। পরে বেশ কয়েকজন ব্যক্তি পুলিশকে সে পোস্টের ব্যাপারে অবহিত করে। বন্ধ করে দেয়া ওই টুইটার অ্যাকাউন্টটিতে মুসলিমবিরোধী ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বিদ্বেষমূলক বক্তব্য ছিল।
পুলিশের এক মুখপাত্র নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেন, ‘টুইটারে দেয়া ওই মন্তব্যের ব্যাপারে পুলিশ অবগত আছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।’

 

 


আরো সংবাদ



premium cement
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

সকল